• Uncategorized

    মতলব উত্তরের জড়াজীর্ন  মোহনপুর সাব পোস্ট অফিস ভবনটি ধসে পড়ার আশংকা: ঝুঁকি নিয়ে চলছে কার্যক্রম 

      প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২০ , ১২:১৮:১২ প্রিন্ট সংস্করণ

    মো .তুহিন ফয়েজ:

    মতলব উত্তর উপজেলার মোহনপুর সাব পোস্ট অফিস কোড নং ৩৬৪১  জড়াজীর্ণ অবস্থাতে রয়েছে যে কোন সময় ধসেপড়ার আশংকা  রয়েছে  এবং  ঝুঁকি নিয়েই চলছে পোস্ট অফিসের যাবতীয় কার্যক্রম ৷ভবনটি নতুনভাবে  নির্মাণ কিংবা সংস্কার করা না হলে কালবৈশাখী ঝড়ে ধসে যেতে পারে ৷

    জানা যায়- মতলব উত্তর উপজেলার মোহনপুরে স্বাধীনতার  পূর্বে নির্মানাধীন মোহনপুর সাব পোস্ট অফিসটি ২০০৬ সালে মোহনপুরে ১০ শতাংশ জমির উপর  সুধু ইটের গাতনি দিয়ে পুনঃ নির্মাণ করা হয় ৷ ভবনটির ছাদঁ ডেমিজ হয়ে পড়ায় সামান্য ঝড়বৃস্টি হলেই পোস্ট অফিসের ভিতরে পানি পড়ে  প্রয়োজনীয় কাগজপত্র পানিতে বিজে নষ্ট হয়ে যায় এবং ভবনটির  চারপাশে

    মতলব উত্তর উপজেলা সাব- রেজিস্টার  অফিসের  ভবন নির্মানের জন্য বালু দিয়ে জমি  ভরাট  করায় পোস্ট অফিস ভবনটির প্রায় ৭ ফিট অংশ বালুর নিচে পড়ে যাওয়ায় বলুর  চাপে ভবনের  চারপাশের দেয়াল ডেমিজ হয়ে দেয়ালটি অকেজো হয়ে পড়ছে  বলে

    পোস্ট অফিসে কর্তব্যরত কর্মকর্তা মোঃ ছানাউল্লাহ ও এলাকাবাসী জানান ৷ এ ছাড়াও পোস্ট অফিসের প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষিত রাখার জন্য নেই আলমারি ও প্রয়োজনীয় আসভাব পত্র ৷

    তারা আরোও জানান- জরুরী ভাবে মোহনপুর সাব পোস্ট অফিসটি সংস্কার কিংবা নতুনভাবে ভবন  নির্মান না করা হলে ভবনটি ধসে পড়ে যাবে এবং সাধারন জনগণ পোস্ট অফিসের সেবা থেকে বঞ্চিত হবে ৷

    চাঁদপুর উপ- বিভাগ এর ডাকঘর পরিদর্শক কাঞ্চন সাহা জানান- মোহনপুর সাব পোস্ট অফিসটি জড়াজীর্ন অবস্থাতে ভবনটি  পুনঃ নির্মানের জন্য ডিজি অফিসে প্রস্তাবনা দেওয়া হয়েছে  এবং ভবনটি  দ্রুত  পুনঃ নির্মাণ করা হবে ৷

    জড়াজীর্ন মোহনপুর সাব পোস্ট অফিস  ভবনটি  সংস্কার বা নতুনভাবে নির্মাণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থানিতে  সংশ্লিস্ট কর্তৃপক্ষের  দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ