• আইন ও আদালত

    ভেড়ামারা থানা পুলিশের সাঁড়াশি অভিযান

      প্রতিনিধি ১৭ আগস্ট ২০২২ , ৮:৫১:২২ প্রিন্ট সংস্করণ

    ৫ মাদকসেবী ও ওয়ারেন্ট ভূক্ত ৭ পলাতক আসামীসহ মোট ১২ জন গ্রেপ্তার।কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ৫ মাদকসেবী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭ পলাতক আসামীসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
    থানা সূত্রে জানা গেছে, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানের নির্দেশে মাদক ও ওয়ারেন্ট তামিল এবং বিশেষ অভিযান পরিচালনাকালে ভিন্ন ভিন্ন স্থান থেকে ২৪ ঘন্টায় থানা পুলিশের একাধিক আভিযানিক দল আসামীদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

    এছাড়া উক্ত সময়ের মধ্যে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী
    ১।মোঃ হানিফ, পিতা মোঃ আনোয়ার, সাং সাতবাড়িয়া,
    ২।মোঃ আনারুল মোল্লা
    পিতা মোঃ রুস্তম মোল্লা, সাং জগশ্বর,
    ৩।মোঃ জিবন
    পিতা ইয়ারুল, সাং ধরমপুর,
    ৪।মোঃ মাহাবুল মাতবর
    পিতা জালাল, সাং উত্তর ভবানীপুর,
    ৫।মোঃ আলিফ
    পিতা মিজানুর ওরফে বাবু মিস্ত্রী, সাং পুর্ব নওদাপাড়া
    ৬। মোঃ শাহানুর আলী, পিতা মৃত আঃ কাশেম
    সাং ঠাকুর দৌলতপুর,
    ৭।মোঃ মেহেদী হাসান ইমরান
    পিতা মৃত আমিরুল, সাং কৈগাড়ী,
    সকলের থানা:ভেড়ামারা,জেলা:কুষ্টিয়া, সকলকে গ্রেপ্তার করে প্রয়োজনীয় পুলিশ প্রহরার মাধ্যমে প্রিজনার্স ভ্যানযোগে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান প্রতিবেদককে জানান, কুষ্টিয়া জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব খাইরুল আলম মহোদয় এর দিক-নির্দেশনা অনুযায়ী আলোচ্য অভিযান পরিচালিত হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ