• Uncategorized

    ভূমিকম্প:সিলেটে ঝুঁকিপূর্ন তিনটি বিপনী বিতান বন্ধ ঘোষণা

      প্রতিনিধি ৩০ মে ২০২১ , ৫:২০:৩৬ প্রিন্ট সংস্করণ

    ভূমিকম্প:সিলেটে ঝুঁকিপূর্ন তিনটি বিপনী বিতান বন্ধ ঘোষণা

     

    সিলেটে গত দুই দিনে পাঁচবার ভূমিকম্প অনুভূত হয়। দফায় দফায় এমন ভূকম্পণের কারনে ঝুঁকিতে থাকা ২৪ স্হাপনার তালিকা করেছে সিলেট সিটি কর্পোরেশন।এসব স্হাপনার মধ্যে ঝুঁকিপ্রবণ তিনটি মার্কেট ১০ দিনের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে সিলেট সিটি করপোরেশন।রবিবার ৩০ মে বিকেল সাড়ে ৩ ঘটিকার সময় অভিযান চালিয়ে এই নির্দেশ দেওয়া হয়েছে।

    সিটি কর্পোরেশনের তালিকায় থাকা ঝুঁকিপূর্ণ স্হাপনা গুলি হলো জেলা প্রশাসকের কার্যালয়ের উত্তর পাশের কালেক্টরেট ভবণ-৩, একি এলাকার মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ভবণ, সুরমা মার্কেট, বন্দর বাজার’র মধুবন সুপার মার্কেট, সিটি সুপার মার্কেট, জিন্দাবাজার’র মিতালী ম্যানশন, রাজা ম্যানশন, দরগাহ গেইট এলাকার হোটেল আজমীর, টিলাঘড় এলাকার মান্নান ভিউ, শেখঘাট এলাকার শুভেচ্ছা-২২৬ নং ভবণ, যতরপুর’র নব পুষ্প-২৬/এ বাসা, চৌকিদেখির-৫১/৩ সরকার ভবণ, পুরান লেনের কিবরিয়া লজ, খারপাড়ার মিতালী-৭৪, মির্জাজাঙ্গালে মেঘনা এ-৩৯/২, পাঠানটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবণ, উত্তর বাঘবাড়ী’র একতা-৩৭৭/৭ ওয়ারিছ মন্জিল, একই এলাকার একতা-৩৭৭/৮ হোসেইন মন্জিল, একতা-৩৭৭/৯ শাহনাজ রিয়ার ভিলা, বনকলা পাড়ার নূরানী-১৪, দোপাদিঘির দক্ষিণ পাড়ের পৌর বিপনী মার্কেট ও পৌর শপিং সেন্টার।বন্ধের নির্দেশ দেওয়া তিনটি স্হাপনা হলো, মধুবন সুপার মার্কেট, মিতালি ম্যানশন ও রাজা ম্যানশন।
    আগামী ১০ দিনের জন্য এই তিন মার্কেট বন্ধ রাখতে নির্দেশ দেয় সিটি কর্পোরেশন।

    অভিযানকালে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ভূমিকম্পের ঝুঁকিপ্রবণ এলাকা সিলেট। গতকাল ২৯ মে শনিবার টানা কয়েক দফার ভূমিকম্পে বড় ভূমিকম্পের শঙ্কা তৈরি হয়েছে। তাই নগরের ঝুঁকিপূর্ণ ভবনগুলো আগামী ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই কয়েকটা দিন আমাদেরকে সতর্ক থাকতে হবে।অভিযানকালে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সঙ্গে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিসসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ