• Uncategorized

    ভারী বর্ষনের ফলে ১৫০শ’ একর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে

      প্রতিনিধি ২২ জুলাই ২০২০ , ৬:৫০:০৭ প্রিন্ট সংস্করণ

    মোঃ সাদ্দাম হোসেন মুন্না-স্টাফ রিপোর্টারঃ

    নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের চরতালিমাবাদ ও মুছারচর এলাকার দুই শত একর ফসলি জমি ভারী বৃষ্টির ফলে পানির নিচে তলিয়ে গেছে।  এতে এলাকার কৃষকদের মাথায় পড়েছে হাত।

    পানিতে তলিয়ে যাওয়া ফসলের মধ্যে রয়েছে পুইশাক লালশাক,বেন্ডি,পটল,পাটশাক,মূলা, কড়লা, ঝালি কুমড়া,কলমিশাক, লাউশাক, ডাটাসহ ইত্যাদি। চরতালিমাবাদ গ্রামের কৃষক ইসমাইল হোসেন(৫৫) সাথে কথা হলে তিনি আলোকিত সময়কে জানান আমি তিন একর জমি মালিকের কাছ থেকে বার্ষিক এিশ হাজার টাকায় লিজ নিয়ে জমিতে ফসল ফালাই।ফলন যখন বিক্রি শুরু করছি ঠিক সে সময়ই বৃষ্টি শুরু।আর এই বৃষ্টির পানি আমাদের দরিদ্র কৃষকদের ফসল ভাসিয়ে নিয়ে অসহায় নিঃস্ব করে গেল।কিছু দিন আগেও কৃষকদের মুখে ছিল হাঁসি।

    আজ তারা উপার্জনের সবকিছু হারিয়ে চেয়ে আছেন সৃষ্টিকর্তার দিকে। সামনে ইদুল আযহা ঈদের কেনাকাটা সহ কোরবানির টাকার যোগান দিতে হয় এই ফসল বিক্রি করে। ঈদে হাসি মুখে নিত্য নতুন বাহারি জিনিস ক্রয় করা সেটাও জুটলো না তাদের ভাগ্যে। এদের মধ্যে বিশটি পরিবার রয়েছে পানি বন্দী অবস্থায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ