• রাজশাহী বিভাগ

    ভাঙ্গুড়ার বড়াল নদীতে বাউৎ উৎসব অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২১ , ২:১৩:১৭ প্রিন্ট সংস্করণ

    সজল আহমেদ পাভেল-ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি

    মাছ ধরা বা মাছ শিকার করা বিলাঞ্চলের মানুষদের আজন্ম শখ। বিশেষ করে নদী এলাকায় বর্ষা মৌসুমের পরে নদীতে পানি অল্প থাকাকালে মৎস শিকারীরা দলবদ্ধ হয়ে পলো, ছোট জাল,নিয়ে একটি নিদিষ্ট দিনে মাছ শিকার করে থাকলেও বড়াল নদীতে কোন নির্দিষ্ট তারিখ বা ঘোষণা ছাড়াই স্থানীয় মৎস্য শিকারীরা মাঝ ধরতে নেমে পড়ে। তারই অংশ হিসেবে ১৩ ডিসেম্বর সোমবার দুপুরের দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল নদীতে একদল মৎস্য শিকারী মাছ ধরতে নামেন। মৎস্য শিকারীরা পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসেছেন।

    এমনই এক শৌখিন মাছ শিকারিদের মিলন মেলা হয়েছে। এতে সবার কাছে মাছ ধরা পড়ুক বা নাই পড়ুক একসাথে বছরের কোন দিনে মাছ ধরতে আসার মজাই যেন অন্য রকম। সরোজমিনে বড়াল নদীতে ঘুরে দেখা যায়, মেন্দা খালপাট এলাকা থেকে শুরু হয়ে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ ঘাটে এসে মাছ ধরা শেষ করেন মৎস্য শিকারীরা। শৌখিন মাছ শিকারীরা বিভিন্ন যানবাহন মোটরসাইকেল, নছিমন, করিমন, আটো ভ্যান, ভটভটি যোগে এই নদীতে আসতে থাকে।

    তাদের হাতে পলো, খেয়াজাল, ঠেলাজাল, ধর্মখরাসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ নিয়ে নদীর পাড়ে এসে হাজির হয়ে একসাথে মাছ ধরতে পানিতে নামে। তারা মাছ ধরার সময় বিভিন্ন স্লোগান দিতে থাকে। কেউ মাছ পেলে সবাই মিলে তাকে আরও উৎসাহ দিতে থাকে। মৎস্য শিকারিদের কেউ কেউ পেয়েছে সোল, বোয়াল,গজার, টাকি আবার অনেকেই মাছ পায় নি। তবে প্রায় সকলের মুখেই ছিল মাছ ধরতে আসতে পারায় আনন্দের ছোয়া। ছেলে, জোয়ান,বৃদ্ধসহ সকল ধরণের কয়েকশো শৌখিন মৎস শিকারিদের আনা গোনায় বড়াল নদীর দুই পাড়ে জর হয়ে মাছ ধরতে দেখেন নদী পাড়ের বাসিন্দারা। এ বাউৎ উৎসবে সবচেয়ে বড় বোয়াল মাছ পাওয়া শাহাদাত হোসেন বলেন,

    আমি চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রাম থেকে এসেছি। আমি প্রতি বছর এখানে মাছ ধরতে আসি প্রতিবারের ন্যায় এবারো এসে আনুমানিক ৫ থেকে ৬ কেজি ওজনের একটি বড় বোয়াল পেয়েছি আমি খুবই আনন্দিত। এখানে বর্ষার পানিতে আসা বোয়াল, সোল, গজার, পুঁটি, সিংসহ দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ থাকে।

    এদিনে তাদের হাতে ধরা পড়েছে নানা ধরণের মাছ। মাছ ধরতে চাটমোহর উপজেলার পাচুরিয়া থেকে আসা নজরুল ইসলাম খাঁন জানান, আমি প্রতি বছর পলো নিয়ে আসি। কিন্তু এবার এসেছি ভরসা নামক জাল নিয়ে। যে জাল বাউৎদের মাছ ধরার ঠিক সামনে থেকে জাল পেতে মাছ ধরতে হয়। কিছু ছোট ছোট মাছও পেয়েছি। লোক মুখে মুখে খবর পেয়ে মাছ ধরতে এসেছি। পলো ও মাছ ধরার উপকরণ নিয়ে কয়েকশত শৌখিন মাৎস শিকারিরা মাছ ধরতে এসেছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    লোহাগড়ায় এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

    পটুয়াখালীর লোহালীয়া নদীতে ব্রীজের নির্মান কাজ বর্ধিত সময় সম্পন্ন করার তাগিদ। মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ  পটুয়াখালী জেলার লোহালীয়া নদীর উপর নির্মানাধীন ব্রীজের ১৪টি স্প্যান বিশিস্ট ৫৭৬.২৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রীজের অসমাপ্ত নির্মান কাজ বর্ধিত সময় ২০২১ সনের জুন মাসের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিস্ট ঠিকাদারকে তাগিদ দিলেন  ২৩ আগস্ট রবিবার সকালে ব্রীজ পরিদর্শনে আসা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ও পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠানের সদস্য মোঃ জাকির হোসেন আকন্দ।  এ সময় সচিব জাকির হোসেন আকন্দ উপস্থিত সাংবাদিকদের বলেন, মহামারি করেনা ও দুর্যোগপুর্ন আবহাওয়ার কারনে ব্রীজ নির্মানের  নির্ধারিত সময় ডিসেম্বর মাসে কাজ সম্পন্ন করার সময় বেধে দেয়া হয়েছিল। কিন্তু করেনা ও ঝড়, বৃষ্টির কারনে ব্রীজের কাজ ব্যহত হয়। এ কারনে ব্রীজ নির্মানের কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স নবারুন ট্রেডার্স এন্ড আবুল কালাম আজাদ (JV) কে বলা হয়েছে।  এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) জি এম সরফরাজ, এলজিইডি পটুয়াখালীর নিরবাহী প্রকৌশলী মোঃ আবদুস সত্তার, সিনিয়ার সহকারী প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল, উপ সহকারী প্রকৌশলী মোঃ কামাল হোসেন, উপ সহকারী প্রকৌশলী  মোঃ মইনুল ইসলাম প্রমুখ। এর আগে সচিব মোঃ জাকির হোসেন আকন্দ মুজিব জন্ম শত বর্ষ উপলক্ষে এলজিইডি কার্যালয়ের সামনে বকুল ফুল গাছের চারা রোওন করেন।  প্রকাশ উক্ত ব্রীজটি নির্মানে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি টাকা, চুক্তি মূল্য ৪৭.১৯ কোটি টাকা। এ ব্রীজটি নির্মান হলে জেলার বাউফল, দশমিনা, গলাচিপা ও ভোলা জেলার সাথে যেগাযোগে সহজ হবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হবে হাজার হাজার মানুষ।এমনটাই আশা করছেন স্থানীয় জনসাধারণ।

    তানোরে রাস্তার গাছ চুরির অভিযোগ

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘মসলিন প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প’ শীর্ষক গবেষণার অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত 

    রাজনগরে বজ্রপাতে একজন নিহত

    মুন্সীগঞ্জে কথিত সাংবাদিক ও মজনবাধিকার কর্মীদের দৌরাত্বে অতিষ্ঠ সাধারণ মানুষ