• ধর্ম

    ভক্তদের আগমনে মুখরিত চরমোনাই

      প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২২ , ১:৩৬:১৯ প্রিন্ট সংস্করণ

    মু.আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    বরিশাল জেলার কোতয়ালি থানায় চরমোনাই ইউনিয়নে প্রতি বছরে দুই বার অনুষ্ঠিত হয় “আত্মশুদ্ধি বা মুসলমানদের এক মিলনমেলা।বিশ্বের ২য় বৃহত্তম চরমোনাইর বাৎসরিক মাহফিল (২৫ ফেব্রুয়ারী) বাদ জুমআ, হযরত মাওঃ মুফতী সৈয়দ রেজাউল করীম(পীর সাহেব চরমোনাইর) উদ্ভোধনী বয়ানের মাধ্যমে শুরু হবে ৩ দিন ব্যাপী আত্মশুদ্ধির মাহফিল।
    অনেকে ধারনা করছেন বর্তমান পরিস্থিতিতে চরমোনাইতে আগামী কালের জুমআর জামাত বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ জামাত হবে।

    তবে মাহফিলের কার্যক্রম শুরুর আগেই জানা গেছে,যে চরমোনাই মাহফিলে আগত মুসুল্লিদের জন্য বরাদ্দ ৫টি মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে এলাকা বাসীর বাগানে এমনকি উঠানেও বিছানা করে বসে গেছেন মুসুল্লিরা।তবে এখনও ইসলাম প্রিয় তাওহিদী জনতার ঢল চরমোনাইর দিকে।
    চরমোনাইর ১,২,৩,৪,৫,নং মাঠ যখন কানায় কানাায় পুর্ন,

    মানুষ যখন বসার বা বিছানা করার জায়গা পাবেনা বলে আশংকা দেখা দিলো,তখন মাহফিল কর্তৃপক্ষ বাদ্য হয়ে বিকল্প চিন্তা ভাবনা করে, (২৪ ফেব্রুয়ারী) সকাল বেলা ৬নং মাঠের কার্যক্রম শুরু করেন। যাতে করে লক্ষ লক্ষ মানুষের মিলন মেলায় কিছুটা স্বস্তি পাওয়া যায়। পরে যারা আসবেন তারাও যেন ময়দানে একটু স্থান পায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ