• আইন ও আদালত

    বেলতলা ফেরিঘাটে কিশোর গ্যাংদের চাঁদাবাজি

      প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২২ , ৪:৪৪:৫৭ প্রিন্ট সংস্করণ

    মু.আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    বরিশালের ঐতিহ্যবাহি চরমোনাই বাৎসরিক মাহফিলের উদ্দেশ্যে দেশ বিদেশ থেকে আসা বিভিন্ন যাত্রী নিয়ে ট্রলার এর মাধ্যমে পার হওয়ার সময় স্থানীয় কিছু কিশোর ছেলেদের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে অভিযোগ সুত্রে জানা যায়, বরিশাল কাউনিয়া ৫নং ওয়ার্ড পলাশপুর এলাকা এবং চরবাড়িয়া ইউনিয়নের আওতাধীন বেলতলা ফেরিঘাট থেকে ট্রলারে যাত্রী নিয়ে চরমোনাইর উদ্দেশ্য রওয়ানা হলে,বেলতলা ফেরিঘাটে স্থানীয় প্রভাবশালী কিছু চাঁদাবাজ ট্রলার প্রতি গড়ে তিনশো থেকে পাঁচ শত টাকা করে চাঁদা আদায় করেন, চাঁদা না দিলে ট্রলার ঘাটে বেধে রাখেন বলেও জানা গেছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান , এখানে, নৌ থানা, কাউনিয়া থানা, ডিবি পুলিশ সদস্য ডিউটিতে থাকা অবস্থায় স্থানীয় কিছু ছেলেরা, নিজেদের ট্রলার বলে ,মাহফিলের যাত্রী ট্রলারে ভরে দিয়ে দুই শত টাকা থেকে পাঁচ শত টাকা চাঁদা নেয়।ভাল ভাবে খোজ করলে জানা যায়, আইনশৃঙ্খলা বাহিনী ডিউটিতে থাকাকালীন স্থানীয় নামধারী কিছু প্রভাবশালী, ও কিছু দুর্নীতিবাজ পুলিশ সদস্যের সহযোগিতায়, ভাম রাব্বি নামক এক ব্যক্তি , এবং মোঃআজিম,মোঃসাহেব, মোঃতারেক,জনি,সুজুকী রাব্বি, শিপন,সহ আরো কয়েকজন মিলে ট্রলার থেকে চাঁদা আদায় করছে বলে খবর পাওয়া যায় ।

    এ সমস্ত ধোঁকাবাজ দুর্নীতিবাজদের লাগাম অচিরেই টেনে ধরা উচিত বলে মনে করেন স্থানীয় কিছু প্রভাবশালী। অন্যথায় এরা আরো ভয়ংকর রুপ ধারন করবেন বলেও জানান তারা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ