• আইন ও আদালত

    বেগুনবাড়ী বাজারের ব্যবসায়ীদের কাছে ২৫ হাজার টাকা চাঁদা দাবি

      প্রতিনিধি ২৭ মে ২০২৩ , ৬:৫২:১৪ প্রিন্ট সংস্করণ

    শিবলী সাদিক খানঃ

    বেগুনবাড়ী বাজারে ইজারাদারদের ছত্রছায়ায় চিহ্নিত চাঁদাবাজদের অতিরিক্ত ২০/২৫ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এদের অত্যাচারে ব্যাবসায়ীরা অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ীরা। অভিযোগ সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদরের বরিয়ান এলাকার আনোয়ার, দ্বীন ইসলাম, রহিম, জামাল, আওলাদ গ্রামের বাজারের ইজারার নিয়ম নীতি উপেক্ষা করে কাচা মালের ব্যবসায়ীদের প্রতি বিটে ২০/২৫ হাজার টাকা অগ্রীম দাবী করে আসছে। শুক্রবার বাজারের ব্যবসায়ীদের ব্যবসা করতে দিবে না বলে ভয় ভীতি দেখায়।

    এ নিয়ে চাঁদাবাজদের সাথে উত্তেজনা দেখা দিলে ব্যবসায়ীরা রাতে এদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। এ ঘটনা ব্যবসায়ীগণ স্হানীয় খাগডহর ইউনিয়নের চেয়ারম্যানের নিকট প্রতিকার চাইলে তিনি উপজেলা চেয়ারম্যানকে অবহিত করেন এবং নিয়মনীতির বাহিরে অতিরিক্ত টাকা পয়সা ব্যবসায়ীদের লেনদেন না করার পরামর্শ দিয়ে বলেন দ্রুত এর সমাধান করা হবে। চাঁদাবাজ মুক্ত খাগডহর ইউনিয়নের পরিবেশ রক্ষায় কাজ করছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ