• সাহিত্যে

    “বিষাদতা” কবি-শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২২ , ৪:৪৮:৪৭ প্রিন্ট সংস্করণ

    বিষাদতা
    কবি-শিহাব আহম্মেদ

    বিষাদের আঁধার ছেয়ে যাওয়া শহরে
    ঝুম বৃষ্টির আগমন হোক,
    শহর জুড়ে নেমে আসুক স্নিগ্ধতা।

    প্রেমিকার মনে প্রেম উঠুক প্রাক্তন কে মনে করে
    বিষাদতা কেটে যাক;দীর্ঘ গ্লানি যাক ধুয়ে মুছে
    অপেক্ষারত রমণী‌ ফিরে পাক তার সঙ্গীকে!

    যেভাবে হুট করে নেমে আসে অসময়ের বৃষ্টি,
    অথবা ঘুমের ভেতর চাপা কান্না,
    ঠিক সেভাবেই হয়তো মৃত্যুর পর

    কারো মনের ভেতর এসে মন খারাপ করে দেবে
    মন্দ কি সবই তো আসলে সময়ের সৃষ্টির কুফল।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ