• রংপুর বিভাগ

    BPDC কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিজয় দিবস মর্যাদায় পালিত

      প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২১ , ১১:৫৯:১৩ প্রিন্ট সংস্করণ

    বিদ্যুৎ চন্দ্র বর্মন-স্টাফ রিপোর্টারঃ

    বাংলাদেশ প্যারামেডিকেল & ডিপ্লোমা কাউন্সিল (বিপিডিসি) এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান ডাঃ মোঃ আর এম রনি এর নির্দেশনায় এবং সম্মানিত মহাসচিব ডাঃ মোঃ কামরুজ্জামান সিমু এর সিদ্ধান্ত অনুযায়ী ও সম্মানিত সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ জিয়াউল হক সিদ্দিকী এর সার্বিক ব্যবস্থাপনায়। বিপিডিসি কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক ডাঃ বিদ্যুৎ চন্দ্র বর্মন এর পরিচালনায়। বিপিডিসি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৬/১২/২০২১ ইং, রোজ- বৃহস্পতিবার , সময় – সকাল ৮.০০ ঘটিকা থেকে কার্যক্রম শুরু করে সারা দিন ব্যাপি তারা প্রোগ্রাম চালিয়ে যান। সেই সাথে তারা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন, মুক্তিযুদ্ধের শহীদের আত্মার মাগফেরাত কামনা ও বিপিডিসি এর মঙ্গল কামনা করেন।

    সেই সাথে বিপিডিসি কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক ডাঃ বিদ্যুৎ চন্দ্র বর্মন বলেন, বিপিডিসি সারা বাংলাদেশে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এবং সকলের প্রচেষ্টায় এগিয়ে যাবে। আমরা বিপিডিসি পরিবার রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় না করা পর্যন্ত আন্দোলন করবো। পরিশেষে আরো বলেন, বিপিডিসি তে সদস্য পদ নিয়ে এক যোগে সারা বাংলাদেশে কাজ করতে পারবেন এবং রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের লক্ষ্যে সকল পল্লী চিকিৎসক হাতে হাত মিলিয়ে ও কাঁধে কাঁধ মিলিয়ে এক যোগে রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের লক্ষ্যে পৌঁছাতে হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ