• সাহিত্যে

    “বিজয়” কলমে-শাহনেওয়াজ শাহ্

      প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২১ , ৪:১২:০৯ প্রিন্ট সংস্করণ

    কবিতা: বিজয়
    কলমে-শাহনেওয়াজ শাহ্

    মোরা বাঙ্গালি, মোরা বীরের জাতি
    জন্ম থেকেই মোরা লড়াই করতে শিখেছি।

    বাঙ্গালি শব্দের সাথে নির্যাতন,
    নিপিড়ন, বিশ্বাসঘাতকতা ও বিজয় জড়িত।

    মোরা পর্তুগালের নির্যাতনের শিকার হয়েছি
    তাদের কাছ থেকে বিজয় ছিনিয়ে নিয়েছি।

    মোরা ইংরেজদের নির্যাতনের শিকার হয়েছি
    তাদের কাছ থেকে বিজয় ছিনিয়ে নিয়েছি।

    মোরা পাকিস্তানের নির্যাতনের শিকার হয়েছি
    তাদের কাছ থেকে বিজয় ছিনিয়ে নিয়েছি।

    মোরা ভাষার জন্য রক্ত দিয়েছি
    তবুও বাংলা ভাষাকে মাতৃভাষা রেখেছি।

    মোরা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছি,দিব,দিতে থাকিব।
    তবুও বাঙ্গালির স্বাধীনতা বজায় রাখিব।

    বাঙালি স্বাধীনতা প্রিয় স্বাধীন জাতি
    যদি কোনো দিন বাঙ্গালি স্বাধীনতা হারিয়ে ফেলে
    আবার তাঁরা বিজয় কুড়িয়ে নিবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ