• সাহিত্যে

    “বায়ান্ন” কলেমে-এহেদী হাসান

      প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২২ , ৮:০৮:১৪ প্রিন্ট সংস্করণ

    বায়ান্ন
    কলেমে-এহেদী হাসান

    একুশ নিয়ে লিখতে বসলে
    কান্না আসে ভাই
    ভাষার জন্য মিছিল করে
    তাজা প্রাণ নাই।

    মায়ের মুখে মধুর বুলি
    শুনতে দিবে না
    উর্দু হবে রাষ্ট্রভাষা
    বাংলা হবে না!

    উর্দুর জন্য প্রতিবাদে
    আন্দোলনে যায়
    মানবো না গো তাদের দাবি
    বাংলা রাখতে চায়।

    ভাষার জন্য জীবন দেওয়া
    রেকর্ড বঙ্গ দেশ
    বাংলার ছেলে প্রতিবাদে
    জাগ্রত ভাই বেশ।

    একুশ নিয়ে ভাবতে গেলে
    ফুলে ওঠে বুক
    সেই চেতনায় অন্যায়ে তাই,
    চলে আমার মুখ।
    বায়ান্নয়ের চেতনাতে।।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ