• আইন ও আদালত

    বাঙ্গরা থানা পুলিশের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ ১জন গ্রেফতার

      প্রতিনিধি ২০ নভেম্বর ২০২২ , ৪:৩৩:১৪ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টার:

    কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানা পুলিশের অভিযানে খৈয়াখালী প্রাইভেটকার ভর্তি গাঁজা পাচারকালে এক মাদক ব‍্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় মাদক পরিবহন কাজে ব‍্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করে পুলিশ। শনিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে মুরানগর উপজেলার খৈয়াখালি বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। আটককৃত আসামি মো: মুজাহিদ চৌধুরী গোপালগঞ্জ জেলাধীন সদর উপজেলার মনজেল চৌধুরীর ছেলে । থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে কসবা থেকে মাদকের চালান সড়কপথে বাঙ্গরা হয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনার করে সংকচাইল- দৌলতপুর সড়কের খৈয়াখালী এলাকায় সন্দেহভাজন একটি প্রাইভেটকারের গতিরোধ করলে গাড়ী থামিয়ে দ্রুত চালক ও সহযোগী পালিয়ে যাওয়ার পথে একজনকে আটক করে পুলিশ। পরে প্রাইভেটকারটিতে তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার ও প্রাইভেটকারটিকে জব্দ করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে রবিবার কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ