• আইন ও আদালত

    বাগমারায় পোল্ট্রি ফিড ব্যাবসায়ী তিন দোকানে ভ্রাম্যমান আদালতে জরিমানা

      প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২২ , ১২:৪৯:০৯ প্রিন্ট সংস্করণ

    বাগমারা প্রতিনিধিঃ

    রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া বাজারে লাইসেন্সবিহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষুধ বিক্রির অপরাধে তিন পোল্ট্রি ফিড ব্যাবসায়ীকে ১৮,০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। হাটগাঙ্গোপাড়া বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক সুফিয়ান পোল্ট্রি ফিড অ্যান্ড মেডিসিনের মালিক দুলাল হোসেনকে ৫০০০ টাকা ও আব্দুল জব্বার পোল্ট্রি ফিড অ্যান্ড মেডিসিনের মালিক ১০,০০০ টাকা ও লাইসেন্সবিহীন ফিডের দোকান মালিক মোঃ এনামুল হক কে ৩০০০ টাকা জরিমানা করেন।সবাইকে দূরত্ব বজায় রাখতে বলেছেন এবং মাক্স ব্যবহার করতে বলেছেন।সরজমিনে উপস্থিত থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা কৃষি অফিসার আব্দুর রাজ্জাক, হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মিজানুর রহমান সহ সঙ্গীয় ফোর্স ও উপজেলা প্রশাসন কর্মচারীবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ