• ঢাকা বিভাগ

    বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৩ আগস্ট ২০২২ , ৩:৪২:২৭ প্রিন্ট সংস্করণ

    হাতে হাত ধরি সুন্দর সমাজ গড়িএই শ্লোগান কে সামনে রেখে সামাজিক সংগঠন বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের এর উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ই আগস্ট) গাজীপুর জেলার কাশিমপুর থানার মনপুরা পার্ক পিকনিক স্পটে সংগঠনের সদস্যদের সরার উপস্থিতিতে জাঁকজমকপূর্ণভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    দিনভর আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেয়েদের বল টাস , বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা, পুরুষদের হাড়ি ভাংগা র্বিভিন্ন আনন্দ-উল্লাসে মেতে ওঠেন সকল সদস্যরা উদ্যমী ও মেধাবী সমন্বয়ে গঠিত মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন কারী সংগঠন কয়েক বছর ধরে বিভিন্ন এলাকায় রোগীদের রক্তের যোগান, চিকিৎসাসেবা, সুবিধা বঞ্চিত শিশুদের লেখাপড়া, শিক্ষা সামগ্রী, শীত বস্ত্র এবং হত দরিদ্র মানুষের কল্যাণে খাদ্য, কাপড় বিতরন, মানুষের সচেনতার জন্য রক্তের গ্রুপ নির্ণয় সহ সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে যার ফলশ্রুতিতে বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে এই সংগঠনটি ।

    বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন প্রধান উপদেষ্টা হাসিব আলম তালুকদার বাংলাদেশ AVR গ্রুপ এর মালিক ও সিইও ।
    সকাল ১১টায় সদস্যদের নিয়ে ক্রীড়া ও সংস্কৃতির ইভেন্ট অনুষ্ঠিত হয়।জুমার নামাজ পরে মধ্যাহ্নভোজের পর কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনর অনেক সদস্যরা আলোচনা সভায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো আনোয়ার হোসেন ও কার্যকরী সভাপতি তারেক রহমান জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক কবিও সাংবাদিক মশিউর রহমান সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন রনি

    বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহ সভাপতি ফয়সাল আহমেদ দুলাল কেন্দ্রীয় কমিটি , সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব,মেহরাব হোসেন (বাপ্পি সানি)যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক আবুবকর মিল্টন,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দেওয়ান সাইফুর রহমান বাসার, অর্থ সম্পাদক মোঃ সুজন শিকদার সহ ধর্ম বিষয়ক সম্পাদক আমির উদ্দিন কাশেম আহবায়ক মোঃ শাহীন রাড়ী, যুগ্ম আহবায়ক খলিলুর রহমান রাজিব,উপস্থিত সকল স্বেচ্ছাসেবক, অথিতিবৃন্দ সহ সবাইকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন এর বার্ষিক বনভোজন সমাপ্ত করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ