• Uncategorized

    বাঁধন কবি নজরুল সরকারি কলেজ ইউনিট ১ম বর্ষ পূর্তি পালন!

      প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:১৩:৩৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ ইব্রাহীম মাহমুদ-ঢাকা

    সেচ্ছায় রক্তদানের সংগঠন ‘বাঁধনের ‘ ১ম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করেছেন কবি নজরুল সরকারি কলেজ ইউনিট। একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন এই শ্লোগানে মঙ্গলবার বেলা -১২.০০ টার সময়ে কলেজ ক্যাম্পাসের শহিদ মিনারের সামনে বাঁধন কবি নজরুল সরকারি কলেজ ইউনিট ঢাকা সিটি জোন এর এক বছর পূর্তি কেকে কাটে পালন করা হয় এতে উপস্থিতি ছিলেন- বাঁধন কবি নজরুল সরকারি কলেজ ইউনিট এর সভাপতি মোস্তফা হাসান মাসুদ ও সাধারণ সম্পাদক ইসহাক নুর।জোনাল প্রতিনিধি সোহান আল মানুন সহও, বাঁধন কবি নজরুল সরকারি কলেজ ইউনিট এর সাধারণ সদস্যবৃন্দু।

    এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলােদেশ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার সহও আরো অনেক।

    এক বছর উপলক্ষে সভাপতি বলেন বাঁধন ১৯৯৭ সাল থেকে কার্যক্রম শুরু করে মানুষের রক্তের চাহিদা পূরণ করার পাশাপাশি , বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রমে অংশ গ্রহণ করে, তারেই ধারাবাহিকতা বাঁধন কবি নজরুল সরকারি কলেজ ইউনিট কার্যক্রম করে যাচ্ছে, সভাপতি বলেন বাঁধন এক বছর ৫০৭ ব্যাগ ব্লাড ম্যানেজ করা হয়েছে এবং ৯৭৮ জন এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়করা করেছেন কবি নজরুল সরকারি ইউনিট।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ