• Uncategorized

    বরগুনা জেলার পাথরঘাটায় ২ টি গাঁজা গাছসহ ১ জন গাঁজা চাষী র‍্যাবের হাতে গ্রেফতার। 

      প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২০ , ১:২০:০৮ প্রিন্ট সংস্করণ

     

    মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে ২২ সেপ্টেম্বর ২০ইং তারিখে রাত আনুমানিক ১০:৩০ ঘটিকার সময় বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন নাচনাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একজন গাঁজা চাষী মোঃ সোহেল হাওলাদার (২৯), পিতা-মোঃ নিজাম হাওলাদার, সাং-নাচনাপাড়া, ১নং ওয়ার্ড, ২নং নাচনাপাড়া ইউনিয়ন, থানা-পাথরঘাটা, জেলা-বরগুনা তাকে আটক করা হয়।

    এ সময় আটককৃত ব্যক্তির নির্মাণধীন বাস ভবনের ছাদের উত্তর পাশের্ব ২ টি সিমেন্ট এর তৈরী টবে লাগানো কথিত ২ (দুই) টি গাঁজা গাছ জব্দ করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে তার নিজ বাড়ির ছাদে ২০-২৫ টি গাঁজার গাছ লাগিয়েছিল কিন্তু অতিবৃষ্টির কারণে গাছগুলো ছোট থাকতেই মারা যায়।

    তিনি নিজে গাঁজা সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে এই গাঁজা গাছগুলো অতি গোপনে চাষ করে আসছিলেন বলে তিনিব জানান।

    উক্ত আটককৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজা গাছসহ বরগুনার পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।

    এ সংক্রান্তে র‍্যাব বাদী হয়ে একটি মামলা দায়েয়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা।  এবিষয় র‍্যাবের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান  জানায়, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তিনি জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ