• Uncategorized

    বদলগাছী উপজেলার নির্বাহী অফিসারের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে আপীল করলেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ওয়াজেদ আলী।

      প্রতিনিধি ৩ আগস্ট ২০২০ , ৩:২৩:০৮ প্রিন্ট সংস্করণ

    এনামুল কবীর এনাম-বদলগাছী উপজেলা প্রতিনিধিঃ

    নওগাঁ জেলার বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু তাহিরের নিকট গত ১৪/৬/২০২০ ইং তারিখে উপজেলার আধাই পুর ইউনিয়নের মাধব পারা জ্ঞান রত্ম বৌদ্ধবিহারের ২০১৮/১৯ ও,২০১৯/২০ অর্থ বছরের প্রকল্পের ঠিকাদারের নাম ঠিকানা মোবাইল নাম্বার, উপজেলার মসজিদে দ্বিতীয় তলা ভবন নির্মাণ ঠিকাদারের নাম ঠিকানা ও হিসাব বিবরণী, উপজেলা চেয়ারম্যানের বাস ভবন এবং উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবন নির্মাণ কাজের বড়াদ্ধ সহ কাজ শুরু ও শেষ তারিখ। ২০২৮/১৯ও ২০১৯/২০ অর্থ বছরে উপজেলার বঙ্গবন্ধু মজিবর রহমানের স্মৃতি ফলক শহীদ মিনার নির্মাণ প্রকল্পের বরাদ্ধ সহ ঠিকাদারের নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ উপজেলার বিভিন্ন প্রকল্পের তথ্য চেয়ে গত  ১৪ জুন তথ্য প্রযুক্তি আইনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু তাহির নিকট আবেদন করেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ওয়াজেদ আলী। কিন্তু উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে তথ্য না দিলে তথ্য প্রযুক্তি আইনে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ওয়াজেদ আলী গত ২৬ জুন নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদের নিকট আপীল করেছেন। এবিষয়ে সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী জানান আমি মাননীয় সরকার মোহদয়ের তথ্য প্রযুক্তি আইন কে শ্রদ্ধা করে আপীল করেছি।

    । গত ২৯ জুন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু তাহির বলেছেন জেলা প্রশাসক মহোদয় ডাকলে অব‍্শ্ব‍্যই শ্রদ্ধার স্বরনে জেতে হবে যাব। তথ্য প্রযুক্তি আইনে আবেদন করে ও তথ্য না দেওয়ায় তোলপাড় শুরু হয়েছে সাংবাদিক সহ স্বচেতন মহলের মধ্যে।।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ