• Uncategorized

    বদলগাছী উপজেলার উজার পুরে ৪৫ টি পরিবার   কুঠির শিল্পে জীবিকা নির্বাহ করে। নারীরা ও পিছে নাই।

      প্রতিনিধি ২২ জুলাই ২০২০ , ৬:৪৪:০৮ প্রিন্ট সংস্করণ

    এনামুল কবীর এনাম-বদলগাছী উপজেলা প্রতিনিধিঃ

    নওগাঁ জেলার বদলগাছী উপজেলার উজালপুর গ্ৰামের ৪৫জন পরিবার একমাত্র শিল্প কাজ করে জিবীকা নির্বাহ করে থাকেন। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায় পরিবারের সদস্যরা সবাইকে খলশানী তৈরি করা নিয়ে ব্যস্ত। পরিবারের সদস্যরা কেউ বাঁশের কাঠি তৈরী করে,কেউ  বাঁধায় করে, আবার পরিবারের নারী সদস্যদের খলশানী তৈরি করে সহায়তা করছেন। এব‍্যাপারে শ্রী বাদল চন্দ্র সিং জানান আষাঢ় মাস থেকে এই গ্ৰামের কোন নারী ঘরে বসে থাকে না। এ বিষয়ে নারীদের কাছে জানতে চাইলে তিনারা বলেছেন দীর্ঘ ৬মাস ধরে আমরা ৪৫ ঘরের নারীরা এই শিল্প কাজে পরিবার প্রধান কে সহায়তা প্রদান করি ছেলেও মেয়েদের ভবিষ্যতের পরিকল্পনার লক্ষ্যে। শ্রীমতি বেনু রানীও লক্ষী রানীর  কাছে জানতে চাইলে তিনারা বলেছেন আমরা আমাদের রান্না কাজের পাশাপাশি সন্তানদের ভবিষ‍্যতের  জন্য তৈরি করে দেয়।শ্রী বিজয়চন্দ্র সিং বলেন কোন প্রকার সরকারের সহযোগিতা ছাড়া আমরা আমাদের এই শিল্প কাজ করে ৬ মাসের আয় করতে পারি। এই গ্ৰামের ৪৫ সদস্যদের জন্য স্থানীয় আওয়ামী লীগের নেতা চেয়ারম্যান ফিরোজ হোসেন কোন প্রকার সহায়তা প্রদান করে না। মেম্বার শ্রী স্বাধন কুমার জানান আমি  অনেক পরিবার  কে সহযোগিতা করে থাকি। মাননীয় প্রধানমন্ত্রীসহ জেলা ও উপজেলার উর্ধতন কর্তৃপক্ষের  আর্থিক নেক সহায়তা পেলে আমরা সবাই এই কাজে এগিয়ে যাব।

    এব‍্যাপারে স্বানীয় স্বচেতন নেতারা জানান ক্ষুদ্র ঋণ বিতরণ করে মাননীয় সরকার মোহদয় কতৃক সহায়তা প্রদান করার আহ্বান জানান, ।জেলা জাতীয় যুব সংহতির যুগ্ন আহবায়ক এনামুল কবীর। জানান  এই শিল্প কাজে সরকারি ক্ষুদ্র ঋণ বিতরণ করা উচিত বিবেকের কারণে।

    এনামুল কবীর এনাম প্রতিনিধি বদলগাছী উপজেলা

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ