• আইন ও আদালত

    বদলগাছীতে ২১টি গরু ১টি খাসি সহ ৪ চোর গ্রেফতার এলাকায় তোলপাড়

      প্রতিনিধি ৬ মার্চ ২০২২ , ১০:৪১:২৬ প্রিন্ট সংস্করণ

    এনামুল কবির এনাম-নওগাঁ প্রতিনিধি:

    নওগাঁর বদলগাছীতে ২১টি দেশীয় গরু ও ১চি খাসিসহ ৪জন চোর কে গ্রেফতার করেছে থানা পুলিশ । শনিবার ৫মার্চ সকাল সাড়ে ১০ টায় উপজেলার ,কোলা ইউনিয়নের কোলা, তেঁতুলিয়া (ঝুপরিতলা) থেকে ২১ টি গরু ও ১টি খাসি উদ্ধার করেন পুলিশ। এ ঘটনায় ৪জন চোপড় কে গেফতার
    করেছেন থানা পুলিশ। গ্রেফতারকৃরা হলো, উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে জাকির হোসেন(৫৫), জাকির হোসেনের ছেলে আব্দুস সবুর ‘সবুজ’ (২৪), কোলা গ্রামের আলীমুদ্দিনের ছেলে রুহুল আমিন(৪৫), জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামের
    ইদ্রিছ আলীর ছেলে তানজিদ হোসেন(২০)সহ ৪ চোড় কে আটক করেছে বদলগাছী থানা পুলিশ।

    উক্ত বিষয়ে৬ মার্চ বেলা ১২ টায় বদলগাছী থানায় একটি সংবাদ সম্মেলন করেন ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) গাজিউর রহমান। সংবাদ সম্মেলনের
    মাধ্যমে সাংবাদিকদের জানান। উপজেলার হলুদবিহার (পশ্চিমপাড়া) গ্রামের মৃত
    মকবুল হোসেনের ছেলে মোঃ গোলাম মোস্তফার গোয়াল ঘর থেকে ৩টি
    গরু চুরি হলে গত ৫মার্চ বদলগাছী থানায় একটি অভিযোগ দায়ের
    করেন। অভিযোগের প্রেক্ষিতে নওগাঁ জেলার পুলিশ সুপার প্রকৌশলী
    আব্দুল মান্নান মিয়া বিপিএম এর সার্বিক তত্ত¡বধান ও নির্দেশনায়
    অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) গাজিউর রহমান এর প্রত্যক্ষ
    সহযোগিতায় থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম, ওসি
    তদন্ত মোঃ রায়হান হোসেন, এসআই আব্দুল আজিজ, আবু সামাসহ
    সঙ্গীয় ফোর্স বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছোট-বড় ২১টি
    গরু ও ১টি খাসি উদ্ধার করে। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও
    তাদের দেওয়া তথ্য মোতাবেক এলাকার বিভিন্ন জায়গা থেকে আরও ৯টি
    গরু উদ্ধার করা হয়। সর্বমোট ২১টি গরু ও ১ টি খাসি উদ্ধার করেছে
    পুলিশ। এসময় তাদের বাড়ি থেকে এয়ারগান, রামদা, চাপাতিসহ ১৫ টি
    দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।। অস্ত্রগুলো চুরির কাজে ব্যবহার করতো।
    প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য
    এবং তারা জয়পুরহাট, বগুড়াসহ বিভিন্ন জেলায় গরু চুরিসহ
    বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে জানান তিনি। এবিষয়ে থানায়
    চুরি এবং দেশীয় অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।ব্যাপক জিজ্ঞাসাবাদ ও আরও তথ্য সংগ্রহের জন্য আসামীদেরকে আদালতে
    উপস্থাপন পূর্বক সাত দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান
    তিনি। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল এটিএম মাইনুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ
    আতিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ রায়হান হোসেন,
    এসআই আব্দুল আজিজ, আবু সামা, তুহিন আহম্মেদ, আব্দুর রউফসহ
    অন্যান্য স্টাফ উপস্থিত ছিলেন।
    বদলগাছী প্রায় ৩কেজি গাঁজাসহ ০১ জন মাদক
    ব্যবসায়ীকে গ্রেফত।
    নওগাঁর বদলগাছীতে ২কেজি ৯শ গ্রাম গাঁজসহ এক মাদক
    ব্যবসায়ীকে আটক করেছে জয়পুরহাট র‌্যাব-৫। র‌্যাব-৫, সিপিসি-৩,
    জয়পুরহাট ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, একটি
    চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার
    মাসুদ এবং স্কোয়াড কমান্ডর সহকারি পুলিশ সুপার আমিনুল এর
    নেতৃত্বে ০৬ মার্চ সকাল সোয়া ১০ টায়র সময় নওগাঁর বদলগাছী
    উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া উত্তরপাড়া ঈদগাঁ মাঠে
    অভিযান চালিয়ে ২কেজি ৯শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময়
    দেউলিয়া গ্রামের মৃত শুকচান মন্ডল এর ছেলে মোঃ কালাম(৫২)কে হাতে
    নাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী দীর্ঘদিন
    যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহপূর্বক
    নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে জানান তিনি।
    বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম
    ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য
    নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ