• আইন ও আদালত

    বদলগাছীতে বাবা মিথ্যা স্বাক্ষী না দিলে ছেলেকে হত‍্যার উদ্দেশ‍্যে মারপিট

      প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২২ , ৪:৩৬:১৭ প্রিন্ট সংস্করণ

    এনামা-নওগাঁর বদলগাছী প্রতিনিধিঃ

    নওগাঁ জেলার বদলগাছী থানায় বাবা মোতালেব হোসেন মিথ্যা
    স্বাক্ষী না দিলে সন্তান নোমান হোসেন (১৬) কে প্রায় এক মাস পরে ফারুক হোসেন এর সন্ত্রাসী বাহিনী হত্যার উদ্দেশে বেধরক মারপিট হাসপাতালে ভর্তি আবারও থানায় মিথ্যা ফসল নষ্টে অভিযোগ। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার সময় আধাইপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মোতালেব হোসেন এর ছেলে নোমান হোসেন পাশের জিয়াশিমুলিয়া গ্রামের সাজু হোসেনের মুদি দোকানের পাশে বসে মোবাইল দেখছিলো এমন সময় ফারুক হোসেন এবং তাঁর সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ভাবে মারপিট করেন।

    মারপিটের এক পর্যয়ে এলাকাবাসী চিৎকার শুনতে পেয়ে নোমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য
    কমপ্লেক্স পাঠানো হয়। তবে মারপিটের ঘটনাটি ঘটানোর পরে জিয়াশিমুলিয়া গ্রামের ফারুক হোসেন গরুর ব্যবসায়ী নিজে রাতের অন্ধকারে পোটলের খেত নষ্ট করেন। পরে মোতালেব হোসেন এবং তাঁর ছেলে নোমানসহ কয়েক জনের নামে
    পোটল খেত নষ্টের মিথ্যা অভিয়োগ করা হয়েছে বলেও জানা গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, মোতালেব হোসেন এবং ফারুক হোসেন দুইজনই গরু ব্যবসায়ী ।

    গরু বিক্রয় করাকে কেন্দ্র করে বিরোধ এর জের ধরে গরু
    ব্যবসায়ী মোতালেব হোসেনের ছেলেকে হত্যার উদ্দেশে মারপিট থানায় অভিয়োগ করা হয়েছে। ইতি পূর্বে তারা একটি গরু বাজারে বিক্রয় করেন ৫৪ জাজার টাকাতে কিন্তু গরু ব্যবসায়ী ফারুক হোসেন ৪৫ হাজার টাকায় বিক্রয় করা হয়েছে বলতে বলেন। কিন্তু পরে বিষয়টি নিয়ে থানায় বসে মিমাংশা করতে স্বাক্ষী মোতালেব হোসেন সত্য কথা বলেন। এতে করে গরু ব্যবসায়ী ফারুক হোসেনকে ১০হাজার টাকা জরিমানা গুনতে হয়। ঔঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ একমাস পরে গরু
    ব্যবসায়ী ফারুক হোসেনসহ তাঁর সন্ত্রাসী বাহিনী দিয়ে হত্যার উদ্দেশে মারপিট করেন ।

    গরু ব্যবসায়ীর ছেলে নোমান হোসেন গুরুত্বর আহত অবস্থায় তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি থাকলে তাদের বিরুদ্ধে বদলগাছী থানায় ফসল মাড়ার মিথ্যা মামলা দায়ের করার জন্য অভিয়োগ করেন ফারুক হোসেন গরু ব্যবসায়ী। ফারুক হোসেন এর কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি মারপিটের বিষয়টি।শিকার করে বলেন, আমারা পরে তাকে মারপিট করেছি । কিন্ত প্রথমে নোমান ছোট একটি ছেলে হয়ে সে আমাকে ইট দিয়ে মাড়তে শুরু করেন। এর পরে তাকে
    চরথাবরা দিয়ে তার বাবা কাছে পাঠিয়েছি। আর মারপিটের কোনো বিষয় নয়।

    আমি ঐছেলেকে শুধু বলেছি রাতে পিকনিকপিকনিক‍্ খাবার সময় অন্যের জমির গাছ ভাঙ্গা কি ঠিক হয়েছে। এই সামান্য কথাকে কেন্দ্র করে নোমান অশ্রিল ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং বিভিন্ন হুমকি ধুমকি প্রদান করেন। পরে আমার
    ৬কাঠা জমির পোটল নষ্ট করেন।মোতালেব হোসেন বলেন, আমার ছোট ছেলে পার্শ্বে বতি গ্রাম জিয়াশিমুলিয়া গ্রামে ঘুড়তে গেলে তাকে একলা পেয়ে হত্যার উদ্দেশে মারপিট করেন । এলাকাবাসী জানতে পেয়ে আমাকে খবর দিলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ ভর্তি করেছি। হাসপাতালে ভর্তি করা হয়েছে জানতে পেয়ে বদলগাছী থানায় আমাদের কয়েক জনের বিরুদ্ধে ফসল মাড়ার মিথ্যা অভিয়োগ করা
    হয়েছে।

    এমতো অবস্থান যারা আমার ছেলেকে হত্যার উদ্দেশে মারপিট করেছে তাদের আইনের গতভাবে ব্যবস্থা দাবী করছি।
    এবিষয়ে বদলগাছী থানার অফিসার ইনর্চাজ তরিকুল ইসলাম বলেন, দুইপক্ষ দুইটি অভিয়োগ দিয়েছে বিষয়টি তদন্ত করে যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে।অভিয়োগ কারি মামালা দায়ের করলে তাদের আইনের আওতায় আনা হবে

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ