• Uncategorized

    বদলগাছীতে নিম্ন মানের বীট বালু ভাঙ্গারী ইট দিয়ে ড্রেন নির্মাণ ,ছবি তোলায় সাংবাদিক এনাম কে চেয়ারম্যানের হুমকি।

      প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২০ , ৫:৩০:৪১ প্রিন্ট সংস্করণ

     

     

    এনামুল কবীর-বদলগাছী উপজেলা প্রতিনিধি নওগাঁ:

    নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের মিঠাপুর বাজারে মেন রাস্তায়  বাজারের পানি নিষ্কাশনের জন্য ২০১৯/২০২০ অর্থ বছরে সরকারের বরাদ্দকৃত অর্থে ড্রেন নির্মাণ কাজ করছেন মিঠাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ হোসেন।

    গত ২সেপ্টেম্বর বেলা ২ টার সময় ড্রেন নির্মাণ রাজমিস্ত্রি   পরিষদ চত্বরে  বালুর বদলে নীম্নমানের বীট বালু দিয়ে সিমেন্ট মসলা তৈরি করে এবং উক্ত ড্রেনে অপরিস্কার ভাঙ্গারী ইট দিয়ে কাজ করার ছবি সরেজমিনে তোলেন। এবং তাতক্ষনিক চেয়ারম্যান ফিরোজ হোসেন কে মোবাইল ফোনে নিম্নমানের বালুর কথা অবহিত করিলে তিনি বলেন বালু পাওয়া যাচ্ছে না। বাজারের ধান ও পাট ব‍্যাবসায়ী মাসুদ রানা উক্ত ভাঙ্গারী  ইট গুলি বেছে তুলে ফেলেছেন।গতকাল  ৪সেপ্টেম্বর দুপুর ১২টা ৩৭ মিনিটে মোবাইল ফোনে দৈনিক আলোকিত ৭১সংবাদের সাংবাদিক এনামুল কবীর এনাম কে চেয়ারম্যান ফিরোজ হোসেন বিভিন্ন হুমকি সহ গাল মন্দ করেন।

    স্থানীয় আওয়ামী লীগ নেতা আজাদুল ইসলাম বলেন এই ড্রেনের উপর দিয়ে পাথরের ও কয়লার গাড়ি সহ ভারী জান বাহন পারাপার নিরাপদ নয়। বিষয়টি এলাকায় তোলপাড় চলছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ