• আইন ও আদালত

    বদলগাছীতে অবৈধভাবে ডিজেল মজুদ রাখার দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা

      প্রতিনিধি ২০ জুলাই ২০২২ , ৩:৫২:৫৯ প্রিন্ট সংস্করণ

    জানা গেছে গত ১৯জুলাই-দুপুর সাড়ে ১২ ঘটিকা হতে বিকেল ৪ টা পর্যন্ত নওগাঁর বদলগাছী উপজেলাধীন কোলায় উপজেলা নির্বাহী অফিসারের সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শামীম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। তিনি বিভিন্ন অপরাধে ০৩ টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৯,০০০ টাকা জরিমানা করেছেন। জানা গেছে লাইসেন্স বিহীনভাবে ০৮ হাজার লিটার ডিজেল মজুদ রাখার দায়ে আলহেরা এন্টারপ্রাইজ কে ১৫,০০০/- টাকা জরিমানা

    এবং ০৭ কার্য দিবসের মধ্যে তেলের মজুদ লাইসেন্স ও বিস্ফোরক লাইসেন্স করার জন্য আদেশ দেওয়া ও হয়েছে। এবং, অবৈধভাবে কসমেটিকস বিক্রয়ের অপরাধে মা-বাবা কসমেটিকস কে ২০০০/- টাকা এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের অপরাধে মা-বাবা ট্রেডার্সকে ২০০০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিষয়টি এ উপজেলায় বিভিন্ন ব‍্যাবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব‍্যাবসায়ীর কাছে জানান অনেক সময় গাড়ী ভাড়া মালের উপর শাশ্রয় করতে

    কিছু কিছু মাল মহাজনের ঘর থেকে ধরে আনতে হয়। ব‍্যাবসার সুবিধা অর্জনের এটি মজুদ বলে না। মজুদ দীর্ঘ ২/৩ মাসের জন্য ঘরে মজুদ রাখলে। আমরা ছোট গ্ৰাম গঞ্জের দোকান ও ব‍্যাবসায়ী ভারা কমাতে কিছু কিছু মাল ধরে এনে দোকান ঘরে বেঁচাকিনা করতে হয়।এটাকে মজুদ বলে আমাদের প্রতি মন গড়া ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। তিনারা বলেছেন নওগাঁতে মাল ক্রয়ের আগে গাড়ি ভাড়া হিসেব করে অনেক সময় বাকীতে মাল তুলে নিতে হয়। বর্তমানে বিষয়টি এলাকায় তোলপাড় চলছে।।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ