• Uncategorized

    বগুড়া জেলার শাহজাহানপুরে মোবাইলে গেম খেলতে না পেরে স্কুল ছাত্রীর আত্মহত্যা

      প্রতিনিধি ২৫ মে ২০২১ , ৩:৪২:৪৯ প্রিন্ট সংস্করণ

    বগুড়া জেলার শাজাহানপুরে মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেম খেলতে না দেয়ায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে যষ্ঠ শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে ।আজ মঙ্গলবার (২৫ মে) সকালে উপজেলার বি-ব্লক রহিমাবাদ এলাকায় তার বাসা থেকে লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

    নিহত স্কুল ছাত্রীর নাম উম্মে হাবিবা বর্ষা (১২) ওই এলাকার রওশন হাবিবের মেয়ে এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে ।শাজাহানপুর থানার এসআই সোহেল রানা জানান, লাশ উদ্ধারের সময় একটি খাতায় পেন্সিলে লেখা ছিলো ফ্রি ফায়ার গেম খেলতে না দেয়ায় সে আত্মহত্যা করেছে।

    তিনি আরো জানান, রাতে সে তার মায়ের কাছে গেম খেলার জন্য মোবাইল ফোন চেয়েছিল। কিন্তু তিনি দেননি। সেই রাগে অভিমান করে ফ্যানের সাথে ওড়না পেচিঁয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে বলে জানা গেছে ।শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে বলেও তিনি জানান ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ