• Uncategorized

    বকশীগঞ্জ থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চে বর্ণিল আয়োজন

      প্রতিনিধি ৭ মার্চ ২০২১ , ৪:০৬:৫৩ প্রিন্ট সংস্করণ

    বকশীগঞ্জ থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চে বর্ণিল আয়োজন

    মোহাম্মদ আসাদ বকশীগঞ্জ প্রতিনিধি।।

    বকশীগঞ্জ থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ ই মার্চ পালিত হয়েছে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ এবার ইউনেস্কোর ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজের অংশ হিসেবে স্বীকৃতি পাওয়ায় এবং বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্ত হওয়ায় বর্ণিল আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক তথ্যমন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি। উদ্বোধন শেষে বিশাল আকৃতির এক কেক কাটা হয়। বকশীগঞ্জ এন.এম হাইস্কুল মাঠ মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম স¤্রাট। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে পৌর যুবলীগের আহবায়ক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুমা ইয়াছমিন স্মৃতি,ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তালুকদার জুমান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,সহ-সভাপতি আবু জাফর, নুরুল আমিন ফুরকান,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন,জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন,সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান,মেরুরচর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ,নিলাক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা, মেরুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবীর সবুজ ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আলমাছ আলী প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে নিলাক্ষিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম সাত্তার, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, মেরুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ আলী,নিলাক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মিষ্টার,আওয়ামীলীগ নেতা এস এম ওমর আল ফারুক,সাখাওয়াত উল্লা সাকা, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ,যুবলীগ নেতা আবদুল আলিম তারা,মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার শিউলী ও বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বকশীগঞ্জ থানার এস আই রাজু আহাম্মেদ। আলোচনা সভা শেষে বণ্যাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ