• ঢাকা বিভাগ

    বই মেলায় কবি শাহরিয়ার মামুনের রচিত কাব্যগ্রন্থে-এন্টিসেপ্টিক চুমু

      প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:৪৬:২৬ প্রিন্ট সংস্করণ

    সৈয়দ মাহমুদ শাওন:

    অমর ২১শে গ্রন্থ মেলা ২০২৩-এ চলে এসেছে কবি শাহরিয়ার মামুন রচিত কাব্যগ্রন্থ ‘এন্টিসেপ্টিক চুমু’। কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে ‘সব্যসাচী প্রকাশন’ এবং কাব্যগ্রন্থটি বই মেলায় পাওয়া যাচ্ছে ৬১৩ নং স্টলে।

    ইতোমধ্যে কবিতা প্রেমী পাঠকদের মাঝে কাব্যগ্রন্থটি সমাদৃত হয়েছে। ‘এন্টিসেপ্টিক চুমু’ ছাড়াও এই বারের বই মেলায় কবি শাহরিয়ার মামুন রচিত আরেকটি কাব্যগ্রন্থ ‘চলে যাবে, যাও’ প্রকাশ করেছে ‘বেহুলা বাংলা’ প্রকাশন।

    ৩৮৪-৮৫-৮৬ স্টলে ‘চলে যাবে, যাও’ কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে। এই বিষয়ে কবি শাহরিয়ার মামুন বলেন, “কবিতা মানুষের মনের খোরাক মেটায়, মানুষের মনকে করে পুলকিত, আন্দোলিত।” কবিতা প্রেমী মানুষকে কবিতা পাঠের প্রতি তিনি আরও উৎসাহিত করেছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ