• বিজ্ঞান ও প্রযুক্তি

    ফেসবুকের নাম পরিবর্তন (Meta -মেটা)

      প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২১ , ৮:৩৬:১৩ প্রিন্ট সংস্করণ

    নিউজ ডেস্কঃ

    জল্পনার অবসান, সামনে এলো ফেসবুকের নতুন নাম
    গত কয়েকদিন ধরেই ফেসবুকের নাম পরিবর্তন নিয়ে গুঞ্জন চাউর হয়েছিল। এবার তা সত্যি করে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ সাামাজিক যোগাযোগমাধ্যমের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘মেটা’।সংবাদটি ফেসবুকে নিজেই শেয়ার করেছেন মার্ক জুকারবার্গ। কেন এই নামবদল সে সম্পর্কেও জানিয়েছেন তিনি। আগামী দিনে নতুন পথচলার জন্য পদক্ষেপ বলেই জানিয়েছেন তিনি।

    জুকারবার্গ লিখেছেন, ‘ক্লাসিকস পড়তে বরাবরই ভালোবাসি। গ্রিক শব্দ ‘বিয়ন্ড’ (অনন্ত) থেকে এসেছে মেটা শব্দটি। ব্যক্তিগতভাবে যে শব্দ বেছে নেওয়ার কারণ আরও অনেক কিছু তৈরি করা বাকি। আমাদেরও পথচলার অনেক নতুন পথ বাকি, সেই ধারণা থেকেই এই নামকরণ।’২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি পথচলা শুরু করেছিল ফেসবুক। তারপর থেকে মার্ক জুকারবার্গের হাত ধরে ক্রমশ শাখা-প্রশাখা বিস্তার করেছে ফেসবুক।

    Copyright© :2015-2021

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ