• আইন ও আদালত

    প্রেমে বাধা দেওয়ায় মহাদেবপুরে স্কুল ছাত্রীর আত্মহত্যা

      প্রতিনিধি ৩০ জুন ২০২২ , ৯:৫৪:৪৯ প্রিন্ট সংস্করণ

    নওগাঁর মহাদেবপুর উপজেলার বিলসিকারি গ্রামে স্কুল ছাত্রী গ্যাসবড়ি খেয়ে আত্মহত্যা করেছে৷ জানা গেছে তার পরিবার প্রেমে বাধা দেওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে৷ এটা ঘটেছে গত সোমবার (২৭জুন) রাতে বিলসিকারি গ্রামে৷ মঙ্গলবার (২৮জুন) মহাদেবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ জেলা সদর মেডিক্যাল প্রেরণ করেন৷ স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার হাতুর ইউনিয়ন এর বিলসিকারি গ্রামের গোপাল মহন্তর মেয়ে কোহেলী মহন্ত (১৪) বিলসিকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী৷

    ঐ একই গ্রামের সুদর্শন চন্দ্র মহন্তের ছেলে রকি মহন্ত (১৭) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে৷ প্রতিদিনের মতো সোমবার কোহেলী মহন্ত স্কুলে যায় এবং কৌশলে স্কুল থেকে বের হয়ে রকি মহন্তর সঙ্গে চলে যায়৷ ঘটনাটি কানাঘুষা হলে কোহেলীর মা স্কুলে যায় ও স্কুল শিক্ষকদের তার মেয়ে কোথায় জিজ্ঞেস করে৷ এবং শিক্ষকদের সঙ্গে তর্ক বিতর্ক করে৷পরে স্কুল ছুটির আগে কোহেলী মহন্ত স্কুলে আসলে শিক্ষকরা বকাঝকা করেন৷ তারপর স্কুল ছুটির পর বিকেলে কোহেলী মহন্ত বাড়ি ফিরে আসলে তার মা ও পরিবারের লোকজন শাসন করেন৷

    এ ঘটনায় দুঃখে রাগে অভিমান করে ঐ দিনই রাত সারে আটটায় গ্যাস বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করে কোহেলী মহন্ত৷
    বিষয় টি তার পরিবারের লোকজন জানতে পেরে মহাদেবপুর উপজেলা সদর মেডিক্যাল এ নিয়ে আসে৷ সেখানে তার অবস্থার অবনতি হলে ডাক্তাররা রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন৷ রাজশাহী মেডিকেল এ নিয়ে যাওয়ার পথেই কোহেলী মহন্তর মৃত্যু হয়৷ এ ঘটনার পর থেকে মৃত কোহেলীর প্রেমিক রকি মহন্ত পালাতক রয়েছে৷ মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, এ বিষয় নিয়ে তার পরিবারের লোকজন কনো অভিযোগ করেননি৷ এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে৷ তদন্তে কোহেলী মহন্তের আত্মহত্যার পিছনে কনো ঘটনা বেরিয়ে আসলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ