• লাইফস্টাইল

    প্রত্যেক মাসের শুরুতে যে ৭ কাজ করতে ভুলবেন না

      প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২২ , ৬:৫৬:৫২ প্রিন্ট সংস্করণ

    লাইফস্টাইল ডেস্ক:
    বিদায় ২০২১। এছে নতুন বছর। নতুন বছরটা শুরু করুন নতুন ভাবে, নতুুন পরিকল্পনায়। সারা মাস ঠিক কীভাবে চলবেন, কোন খাতের জন্য কত বরাদ্দ রাখবেন তা মাসের শুরুতেই একটা হিসাব করে ফেলা উচিত। মাসের শুরুতেই আপনার কী কী কাজ আছে তার একটি তালিকা করে ফেলুন। তাহলে দেখবেন মাস শেষে নিমিষেই সব কাজ গুছিয়ে আনতে পারবেন।

    মাসের প্রথমে কয়েকটি বিষয় মাথায় খেয়াল রাখব।

    ১.একটি পরিকল্পনা করে ফেলুন। প্রতিদিনের কাজের একটা রুটিন সেট করে ফেলুন। এতে করে সবকিছু গুছিয়ে করা আপনার জন্য সহজ হবে।

    ২. মাসে নিজের পিছনে কত খরচ করবেন তার একটি হিসাব করে ফেলুন।

    ৩. নিজের খরচ যদি আপনাকে নিজেরই চালাতে হয় তবে মাসের প্রথমে তার একটা হিসাব করে ফেলুন।

    ৪.আপনার আয় যেমন তা বুঝে খরচ করুন। আয়ের চেয়ে ব্যয় যেনো বেশি না হয়।

    ৫. প্রতি মাসে চেষ্টা করুন কমপক্ষে দুইটা বই হলেও পড়তে।

    ৬. পুরো মাসে আপনার যে যে কাজ আছে বা কোন অনুষ্ঠানে যাওয়ার কথা আছে সে তারিখগুলো ক্যালেন্ডারে মার্ক করে ফেলুন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ