• Uncategorized

    প্রত্যন্ত অঞ্চলের পল্লী চিকিৎসক দের স্বীকৃতি আদায়ে বিপিডিএ’র পতাকা তলে আসার আহ্বান

      প্রতিনিধি ২৮ আগস্ট ২০২০ , ৬:৪২:১১ প্রিন্ট সংস্করণ

     

     

    বিদ্যুৎ চন্দ্র বমর্ন-স্টাফ রিপোর্টারঃ

    বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন(বিপিডিএ) পীরগাছা উপজেলা কমিটি কর্তৃক আয়োজিত পীরগাছা উপজেলা অডিটরিয়াম হল রুমে করোনা ভাইরাস এর উপর জন সচেতনা মূলক বৃদ্ধি, প্রাথমিক চিকিৎসকদের ভূমিকা, প্রাথমিক চিকিৎসকদের স্বীকৃতি আদায়ের উপর মত বিনিময় ও আলোচনা সভার আয়োজন হয় উক্ত সভায় বিপিডিএ পীরগাছা উপজেলা কমিটির সন্মানিত সভাপতি ডাঃ মোঃ মনিরুজ্জামান বিদ্যুৎ _এর সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়।

    উক্ত সভার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিপিডিএ এর কেন্দ্রীয় কমিটির সন্মানিত মহাসচিব উত্তর বঙ্গের কৃতি সন্তান বিপিডিএ এর  আইকন ডাঃ মোঃ রাকিবুল ইসলাম তুহিন স্যার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ পীরগাছা উপজেলা কমিটির সন্মানিত সভাপতি মোঃ তসলিম উদ্দিন সাহেব, উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলার নয় ইউনিয়নের সুযোগ্য  চেয়ারম্যান বৃন্দ, আরো উপস্থিত ছিলেন বিপিডিএ বিভাগীয় ও রংপুর জেলার সংগ্রামী সভাপতি ডাঃ এম এ রহিম মিয়া, পীরগাছা উপজেলার গণ্যমান্য ব্যক্তিগণ ও প্রত্যন্ত অঞ্চলের পল্লী চিকিৎসক বিন্দু ।  উক্ত সভায় প্রাথমিক চিকিৎসকদের দাবি

    চাকরী বা বেতন নয় ,

    স্বীকৃতি চাই, নিরাপদে প্রাকটিস করার অনুমতি চাই, সমাজে সন্মানের সহিত একটু বাঁচতে চাই।

    উক্ত সভায় সভাপতিত্ব করেন ডাঃ মোঃ মনিরুজ্জামান( বিদ্যুৎ)  তিনি ঘোষণা দিয়েছেন, প্রাথমিক পল্লী চিকিৎসকদের পক্ষে স্বীকৃতি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই দাবি অব্যাহত বা চলমান থাকবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ