• Uncategorized

    পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর উদ্যেগে বৃক্ষরোপণ কর্মসূচি।

      প্রতিনিধি ১৩ জুলাই ২০২০ , ৩:২৯:২৪ প্রিন্ট সংস্করণ

    মো,রাশেদুল  ইসলাম (রাশেদ)-চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ

    চুয়াডাঙ্গায় পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিত পালন করা হয়েছে। বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সারা দেশে গাছ রোপণ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ।

    ‘মুজিবর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান’ স্লোগানকে সামনে রেখে সকলকে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি নেতাকর্মী আগামী ৩ মাস (আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র) সময়ের মধ্যে কমপক্ষে ৩টি (বনজ, ফলদ ও ভেষজ) বৃক্ষ রোপণ করবেন।সৃষ্টির বুকে প্রাণিকূলের বেঁচে থাকার পেছনে বৃক্ষের রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। বৃক্ষ মূলত পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। বন্যা, খরা, ঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস, ওজনস্তর ক্ষয়, ভূমিক্ষয়, জলবায়ু পরিবর্তন, শব্দদূষণ, মাটিদূষণ, পানিদূষণ, বায়ুদূষণ প্রতিরোধ করে। এক কথায় প্রকৃতির অমূল্য ও

    প্রধান সম্পদ হচ্ছে বৃক্ষ। পৃথিবীকে বসবাসের উপযোগী করতে ও প্রাকৃতিক বিপর্যয়ের করাল গ্রাস থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে, উঁচু-নিচু পতিত জমি, রাস্তার পাশে, নদীর পাড়ে গাছ লাগানো অতীব গুরুত্বপূর্ণ।

    এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কেন্দ্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনা অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচি উপস্থিত ছিলেন আহবায়ক ও চুয়াডাঙ্গা জেলার পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, যুগ্ন আহবায়ক মতিয়ার রহমান মতি সদস্য মাহাবুল ইসলাম সেলিম, মাফিজুর রহমান মাফি, আবু তাহের, খাইরুল ইসলাম, ও ১,২,৩,৪,৫,ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জানিফ এবং যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি সহ ছাত্রলীগের

    নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ