• Uncategorized

    পূর্বধলার শিশু ফোরাম কতৃক জাতীয় শিশু অধিকার সপ্তাহ উৎযাপন

      প্রতিনিধি ১১ অক্টোবর ২০২২ , ১:০০:০৫ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিনিধিঃ

    “গড়বে শিশু সোনার দেশ
    ছড়িয়ে দিয়ে আলোর রেশ”

    ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,পূর্বধলা এপির সহযোগিতায় রাজধলা কেন্দ্রীয় শিশু ফোরাম অদ্য ১১-১০-২০২২ খ্রিঃ জাতীয় শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে পূর্বধলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে র‍্যালি,আলোচনা সভা,বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে।

    দিনের শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার,নান্দাইল এসিও ম্যানেজার সহ অন্যান্য কর্মকর্তা এবং শিশু নেতাদের নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে র‍্যালির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।

    পরবর্তী সেশনেই শিশু অধিকার নিয়ে দীর্ঘক্ষণ আলোচনাসভা করা হয়।আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল এসিও এর সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান প্রিন্স,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম,উপজেলা পরিষদ এর ভাইস-চেয়ারম্যান শেখ রাজু আহম্মেদ রাজ্জাক সরকার,মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ,স্পনসরশীপ এন্ড চাইল্ড প্রটেকশন অফিসার মার্টিন মানকিন,নান্দাইল এসিও এর ফিল্ড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিষ্ট-ইন্টিগ্রেটেড লাইভলিহুড টিপি কফিল উদ্দিন মাহমুদ,পূর্বধলা সরকারি কলেজ এর প্রভাষকদ্বর এমদাদুল হক বাবুল এবং মোহাম্মদ আলী জুয়েল,জগৎমনি সরকারি উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকি মামুন,জাতীয় শিশু ফোরাম এর সাংগঠনিক সম্পাদক এবং রাজধলা কেন্দ্রীয় শিশু ফোরাম এর সভাপতি জনাবঃ উজ্জ্বল মিয়া সহ অন্যান্যরা।

    আলোচনা সভা সমাপ্তির পর পরই বিতর্ক প্রতিযোগিতা আয়োজিত হয়।
    “শিশু অধিকার প্রতিষ্ঠায় সরকারের ভূমিকাই মূখ্য” এ বিষয়টির উপর গুরুত্ব দিয়ে শিশু অধিকার দিবসে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন হয়।বিষয়টির পক্ষে অবস্থান নিয়েছেন শিশু ফোরাম সদস্যবৃন্দ এবং বিষয়টির বিপক্ষে অবস্থান নিয়েছেন পূর্বধলা জগৎমনি সরকারি উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীবৃন্দ।উপরোক্ত বিতর্কে বিপক্ষ দল কাছাকাছি অবস্থানে থেকে বিজয় লাভ করেছেন।শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন পক্ষ দলের দলনেতা নুরতাজ জাহান নুহা।

    বিতর্কের পরবর্তী কার্যক্রমেই শিশু অধিকার বিষয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং শিশু লিডারদের মধ্য থেকে ৩ জন বিজয়ী ঘোষণা করা হয়।

    এছাড়াও ফিল্ড লেভেল এ শিশু ফোরামের গত দুই বছর এর কার্যক্রম এর ভিত্তিতে পিএফএ পর্যায়ে শ্রেষ্ঠ শিশু ফোরাম এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিশু লিডার নির্বাচন করা হয়েছে।শ্রেষ্ঠ শিশু ফোরাম সন্মাননা স্মারক অর্জন করেছে অগ্নিশিখা শিশু ফোরাম,হোগলা এবং শ্রেষ্ঠ শিশু লিডার নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় শিশু ফোরাম এর সাংগঠনিক সম্পাদক এবং রাজধলা কেন্দ্রীয় শিশু ফোরাম এর সভাপতি জনাবঃ উজ্জ্বল মিয়া।

    পরিশেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সকল বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং সকলের মাঝে বিজয়ী পুরষ্কার প্রদান করা হয়।

    রাজধলা কেন্দ্রীয় শিশু ফোরাম এর সভাপতি জনাবঃ উজ্জ্বল মিয়া বলেন” নিজেদের উদ্যোগে দিবসটি উদযাপন করতে পেরে তারা খুবই আনন্দিত,আগামী দিনগুলোতে প্রতিনিয়ত শিশুদের অধিকার বিষয়ক সকল কার্যক্রম করে যাবেন বলে তিনি আশাবাদী।সকলের সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন করায় তিনি সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ