• সাহিত্যে

    ‘পিচঢালা পথ’ লেখক-শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ২২ এপ্রিল ২০২২ , ৩:৫৪:৫৩ প্রিন্ট সংস্করণ

    পিচঢালা পথ
    লেখক-শিহাব আহম্মেদ

    একটা নিরেট পিচঢালা পথ
    পাড়ি দিলাম নিঃশব্দে
    আবক্ষ ক্ষয়ে গেছে তার,
    খসে পড়েছে অঙ্গে অঙ্গে,
    মন ভাঙ্গা হলে লাভ কি?
    সময়ের গতি থেমে নেই।

    যানজট, ফুটপাথ দখল
    কালো ধোঁয়া, শব্দদূষন,
    রং ওঠা জেব্রাক্রশিং
    গাড়ির অসম প্রতিযোগীতা
    সড়ক দূর্ঘটনা,
    এসব অনুষঙ্গে জীবন’তো
    প্রায় শেষই।

    আজকাল রাজনীতির গন্ধ পেলেই
    অনেকেই মুখ ফিরায়,
    অথচ আমাদের সারাদিনের
    সমস্ত উন্নয়নের পথে
    লেপ্টে আছে
    রাজনীতির জগাখিচুড়ি –

    তোমরা যারা অন্যায়ের
    প্রতিবাদকে কবিতা বলতে চাওনা,
    এবার মেনে নাও
    এটাও কিন্তু রাজনীতি,
    তবে কেন রাজনীতির
    বাইরে গিয়ে শুধু
    ফুল আর পাখি নিয়ে
    কবিতা হয়, হয় প্রণয়!

    পেয়াজের দাম, সোয়াবিন তেল,
    গ্যাসের অনর্থক মূল্যবৃদ্ধি
    এসব দিয়ে হিসাব হয় না কেন?
    বাড়েনা কবিতার প্রবৃদ্ধি
    এ প্রশ্ন আমার,
    এসব প্রশ্নের ঝড়,
    ভয়ংকর প্রলয়।

    প্রেম আর ভালোবাসার গাঁথুনিতে
    বেঁধে রাখতে চাই কবিতায়
    দেশপ্রেমকেও,
    এখানে তোমার
    কিসের আপত্তি?

    যদি তোমার
    দেশের প্রতি প্রেম থাকে,
    মানবতার স্বপক্ষে থাকো
    তবে লিখে দিতে চাই
    তোমার নামে আমার
    সমস্ত সম্পত্তি,

    আমার নাড়িনক্ষত্র, চৌহদ্দি,
    সাফ কবলা, পড়চা,
    আর এস খতিয়ান,
    দাগ নম্বর হোক
    তোমার নামে ,
    আমার সজ্ঞান স্বাক্ষরে –

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ