• Uncategorized

    পাবনা জেলার সর্ববৃহৎ গাজনার বিল ২০১৯-২০২০ পোনা মাছ অবমুক্ত করলেন এমপি ফিরোজ কবির ও উপজেলা চেয়ারম্যান শাহিন উজ্জামান শাহিন

      প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২০ , ৩:৫৮:৩৭ প্রিন্ট সংস্করণ

     

    শেখ রুবেল অাহমেদ:

    পাবনা সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলে২০১৯-২০২০ অর্থবছরের পোনা মাছ অবমুক্ত করলেন আহমেদ ফিরোজ কবির ও উপজেলা চেয়ারম্যান শাহিন উজ্জামান শাহিন। আজ সকালে সুজানগরের গাজনার বিলে মৎস্য অধিদপ্তর আয়োজনে ৩৫৭ কেজি রুই মাছের পোনা অবমুক্ত করা হয় ‌।

    এ সময় আমাদেরকে এমপি মহোদয় বলেন পাবনা জেলার ঐতিহ্যবাহী গাজনার বিল একসময় অনেক বড় বড় রুই ও বোয়াল মাছ পাওয়া যেত কালের পরিবর্তনে আজ সে সব বিলীন হয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকের এই মৎস্য পোনা অবমুক্তকরণ একটি ভূমিকা রাখতে পারেন বলেও তিনি মনে করেন।এসময় উপজেলা চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান আমাদেরকে বলেন।

    পাবনা জেলা ঐতিহ্যবাহী গাজনার বিল অঞ্চলের মানুষ একসময় এদেরকে মাছে ভাতে বাঙ্গালী বলা হতো কালের পরিবর্তনে এখন বড় বড় মাছ না পাওয়া গেলেও অন্যান্য জেলার তুলনায় পাবনা জেলা এখনো অনেক মাছ রয়েছে তাই এ সমস্ত মাছকে এবং বিল কে রক্ষা করলেই হয়তো মাছে ভাতে বাঙালি কথাটাও রক্ষা হতে পারে। এসময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভিন্ন শ্রেণি-পেশার অফিসার সহ স্থানীয় ছাত্রলীগ যুবলীগসহ নানা শ্রেণি-পেশার জনগণ

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ