• রংপুর বিভাগ

    পরিবেশ অধিদপ্তরের অভিযানে যানবাহনে নিষিদ্ধ হর্ণ ব্যবহার জরিমানা

      প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:৪৭:৩৭ প্রিন্ট সংস্করণ

    Footer Logo

    নীলফামারী প্রতিনিধি:

    ১৩ই ফেব্রুয়ারী সোমবার বিকালে নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় নীলফামারী জেলার কালিতলা নামক স্থানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ এবং

    প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের নীলফামারী জেলার সহকারী পরিচালক কমল কুমার বর্মন। অভিযানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী মোট ০৫টি যানবাহনের (ট্রাক) বিরুদ্ধে ৩,০০০/- (তিন হাজার) টাকা জরিমানা আদায় করাসহ ০৮টি নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এছাড়া নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ