• Uncategorized

    পবিত্র ঈদুল আজহা ৪দিন বাকি থাকলেও পটুয়াখালীর কামারিরা পাড় করছে অলস সময়

      প্রতিনিধি ২৭ জুলাই ২০২০ , ৪:৪০:২২ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পবিত্র ঈদুল আজহার আর মাত্র চারদিন বাকি থাকলেও  দা, চাপাতি, চাকু, স্যানা, বডি বেচা- কেনায় হতাশ জেলার কামারিরা।

    অদ্য ২৭ জুলাই রবিবার দুপুর ৩টায় পটুয়াখালী শহরের পুরান বাজার কামার পট্রি গিয়ে দেখা গেছে কামারিরা রাত দিন কঠোর  মেহনত করে ঈদুল আজহা পশু জবাই করার জন্য তৈরী করা দা, বডি, চাপাতি, স্যানা, চাকু, ছোরা বিক্রির জন্য তৈরি করে  সাজিয়ে রেখেছে।

    কিন্তু সারাদেশে মরণঘাতী করোনা ভাইরাস এর প্রভাবে  কোনা ক্রেতাও দেখা যায়নি।  কামারিরা জানান, এ বছর কেনা- বেচা খুব খারাপ। করোনা প্রকোপের কারনে  কম সংখ্যক মানুষ কোরবানী দিচ্ছে না।

    এ  কারনেই এ বছর এই সময়ে পশু জবাইর জন্য   বানানো  দা, বডি, স্যানা, চাপাতি, স্যানা, ছোরা, চাকু তুলনামুলক কম বিক্রি হচ্ছে। মানুষ তাদের পুরানো দা, বডি, চাপাতি, স্যানা সান করে। তাও অন্যান্য বছরের  তুলনায় খুবই কম। কামারিরা আরে জানান, কোরবানির দুই একদিন বাকি থাকতে বেচা-কেনা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে তারা জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ