• Uncategorized

    পদ্মা নদীতে ইলিশ ধরার দায়ে রাজবাড়ীর ৯ জেলের কারাদন্ড

      প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২০ , ৪:২৩:৪৪ প্রিন্ট সংস্করণ

    ইমন ইসলাম- রাজবাড়ী প্রতিনিধি:

    সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীর অংশে ইলিশ ধরার দায়ে ৯ জন জেলেকে আটক করা হয়েছে। সেই সঙ্গে ৫ কেজি মাছ ও ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

    রবিবার ভোর থেকে বিকাল পযর্ন্ত অভিযানে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় জেলা মৎস্য বিভাগ জেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ওই জেলেদের আটক করে।

    পড়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক প্রত্যেক জেলেকে এক মাস করে কারাদন্ড এবং জব্দকৃত মাছ এতিমখানায় দেয়া ও জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল হুদা। এদিকে জেলার গোয়ালন্দ, কালুখালী ও পাংশা উপজেলার অংশে অভিযান চললেও কোন জেলেকে পাওয়া যায়নি নদীতে।

    জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল ইলিশ রক্ষায় নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করছেন। আজ ভোর থেকে এ পর্যন্ত সদরে ৯ জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে একমাস করে করাদন্ড দেয়া হয়েছে। এছাড়া জেলার অন্য উপজেলায় কোন জেলেকে আটকের খবর পাননি।

     

    সূত্রঃ দৈনিক অালোকিত ৭১ সংবাদ

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ