• Uncategorized

    পত্নীতলায় মোবাইল কোর্টে ৫ ইটভাটার জরিমানা

      প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২১ , ৪:০৫:৩৯ প্রিন্ট সংস্করণ

    শাকিল হোসেন-পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর পত্নীতলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি ইটভাটাকে জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) সকালে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি)। এ সময় সাথে ছিলেন এসআই মিজানুর রহমান সহ অন্যন্য আইন শৃঙ্খলা বাহিনির সদস্যবৃন্দ।

    মোবাইল কোর্ট পরিচালনা কালে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং জ্বালানী কাঠ ব্যবহার করার অপরাধে এন বি বি এফ ইটভাটা প্রোপাইটার আনিসুর রহমান চৌধুরী, এস বি বি এফ ইটভাটা প্রোপাইটার আব্দুস সবুর, এস ও এফ ইটভাটা প্রোপাইটার ওবায়দুল ইসলাম স্বপন, এম ই এইচ এস ইটভাটা প্রোপাইটার রফিকুল ইসলাম এবং এফ বি এফ ইটভাটা প্রোপাইটার মোস্তফা শাহ চৌধুরী কে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার বলেন বাঁকি ইট ভাটা গুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বিশেষ করে ভাটাগুলোতে কাঠ পোড়ানোর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় সকল কাগজপত্র আগামী ০১ মাসের মধ্যে সংগ্রহ/ আপডেট করার জন্য বলা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ