• কৃষি

    পত্নীতলায় প্রাণীর পুষ্টি নিশ্চিতকরণের ঘাস চাষে উৎসাহিত

      প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২২ , ৩:৩৩:২৫ প্রিন্ট সংস্করণ

    শাকিল হোসেন-স্টাফ রিপোর্টারঃ

    নওগাঁর পত্নীতলায় প্রাণীর পুষ্টি নিশ্চিত করণের জন্য ঘাস চাষে পত্নীতলাবাসীকে উৎসাহিত করেন পত্নীতলা উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব মোঃ মনিরুজ্জামান।

    এরই ধারাবাহিকতায় কৃত্রিম প্রজনন পয়েন্টের এ আই টেকনিশিয়ান , মো: আব্দুর রশিদ ও মোঃ আলমগীর হোসেন রাস্তার ধারে ধারে লিপিয়ার ঘাস লাগানোর কাজে ব্যস্ত আছেন, সঙ্গে আরও ছিলেন দুইজন খামারি পাটিচরার মোঃ জাক্কের আলী (আমবাটি) ও মজিবর রহমান (পাহাড় কাটা)।

    এ বিষয়ে পত্নীতলা উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব মোঃ মনিরুজ্জামান বলেন পত্নীতলার আনাচে কানাচে প্রতিটি ইউনিয়নে ফাঁকা জায়গা ও রাস্তায় দুই ধারে ফাঁকা জায়গাগুলোতে ধাস চাষ করার কথা বলে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ