• Uncategorized

    পটুয়াখালীর সদর হাসপাতালের সিকিউরিটি গার্ড কতৃক রোগীর স্বজনকে মারধর,থানায় অভিযোগ।.

      প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২১ , ৫:৪৮:৩১ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ (রিপন)-স্টাফ রিপোর্টারঃ

    পটুয়াখালীর সদর হাসপাতালে সিজারের রোগীর স্বজন মোসা,চম্পা বেগম (৫০) সিজারের রোগীর জন্য পানি আনতে গেলে সিকিউরিটি গার্ড ম্যান ইলিয়াস নির্মমভাবে বাশঁদিয়ে পিটিয়ে গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া যায়।অদ্য ৩০ শে এপ্রিল শুক্রবার দুপুর ১.৩০ মিনিটের সময় হাসপাতালের গেটের সামনে এ ঘটনাটি ঘটে।

    বর্তমানে রোগী ১০ নং বেডে চিকিৎসাধীন অবস্থায় আছে। জানাযায়,এব্যপারে পটুয়াখালী সদর থানায় বিষয়টি অবহিত করলে ওসি আখতার মোর্সেদ ঘটনাস্থলে এ,এস,আই, গিয়াস উদ্দিনকে সদর হাসপাতালে পাঠায়,প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্তনে আনেন। এসময় রোগীর স্বজনদের প্রাথমিক চিকিৎসা নিতে বলেন থানা পুলিশ।

    এবিষয় ভুক্তভোগীর ভাই জসিম বলেন,এনিয়ে পটুয়াখালী জেনারেল হাসপাতালের ডাঃ আতিকুর রহমানকে বিষয়টি অবহিত করলে তিনি বলেন,এনি বেশি বাড়াবাড়ি করলে আপনাদের অনেক সমস্যা হবে।এছাড়াও জানাযায়,ভুক্তভোগীর স্বামী আঃ রহিম বাদী হয়ে সদর থানায় একটি সাধারণত ডায়েরী করেন যার ডায়েরী নং ১০২০।এদিকে ভুক্তভোগীর পরিবার সঠীক বিচারের দাবী জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ