• Uncategorized

    পটুয়াখালীর রাঙ্গাবালীতে উওরণ সংস্থার মাধ্যমে রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন!

      প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২১ , ১০:৪৮:২৫ প্রিন্ট সংস্করণ

    পটুয়াখালীর রাঙ্গাবালীতে উওরণ সংস্থার মাধ্যমে রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন!

     

    জাপান সরকারের অর্থায়নে ইউএনডিপি এর সহায়তায় উওরণ সংস্থার বাস্তবায়নে “ডি আর আর এফ” প্রকল্পে ক্যাশ ফর ওয়ার্ক কর্মসূচির আওতায়।

    পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ও চরমোন্তাজ ইউনিয়নে ৩৫০ জন হতদরিদ্র উপকারভোগীর মাধ্যমে রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করা হয়েছে৷

    এসময় উপস্থিত থেকে কাজের উদ্ভোধন করেছেন চালিতাবুনিয়া ইউ.পি চেয়ারম্যান মু.জাহিদুর রহমান জাহিদ ও চরমোন্তাজ ইউ.পি চেয়ারম্যান জনাব মো.হানিফ মিয়া এ সময় প্রত্যেককে এক জোড়া গামবুট,দুইটি ঝুড়ি, হাতলসহ একটি কোদাল, একটি মাস্ক, ও একটি হ্যান্ডস্যানিটাইজার বিতরন করা হয়েছে।

    এ সময় চালিতাবুনিয়া ইউপি চেয়ারম্যান মু.জাহিদুর রহমান বলেন,দারিদ্র বিমোচনে এই রাস্তা সংস্কারে মাধ্যমে হতদরিদ্র পরিবারগুলো উপকৃত হবে।

    চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান জনাব মো.হানিফ মিয়া বলেন,আমি ধন্যবাদ জানাই ইউএনডিপি এর সহায়তায় উওরণ সংস্থার বাস্তবায়নে ডি”আর আর এফ” কে তারা যে উদ্দ্যেগ নিয়েছে তাতে আমাদের এলাকার জনগণ উপকৃত হবে৷ তারই সাথে হতদরিদ্র পরিবারগুলো উপকৃত হবে বলে জানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ