• Uncategorized

    পটুয়াখালীর গলাচিপায় প্রভাবশালীদের জমি দখলের চেষ্টা, বাঁধা দেওয়ায় প্রাননাশের হুমকি।

      প্রতিনিধি ১৮ জুলাই ২০২০ , ৪:২১:২৫ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় নিজ পৈত্রিক সম্পতি জোর পূর্বক জমি জবর দখলের পায়তারা চালাচ্ছে প্রতিপক্ষ ভূমিদস্যু  সন্ত্রাসীরা বাহিনী এমনটাই অভিযোগ উঠেছে।প্রকৃত জমির মালিক প্রতিপক্ষকে বাধা দেয়ায় সন্ত্রাসীরা  হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    ঘটনার সুত্রে যানা যায়, উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের ৯নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় মোসাঃ নুরজাহান বেগম (৬৫) বাদী হয়ে গলাচিপা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ।

    উক্ত ঘটনার বরাত দিয়ে মোসাঃ নুরজাহান বেগম প্রতিবেদকে জানান, আমার বাবা আপ্তের হাওলাদারের জমি আমাদের এলাকার প্রভাবশালীরা জোর পূর্বক খাচ্ছে।

    কোন কিছু বলতে গেলে আমাদেরকে মৃত্যুর হুমকি দেয়। এ বিষয়ে মোসাঃ পলাশী বেগম বলেন, আমাদের এলাকার ইউপি সদস্য মো. মঞ্জু ঢালীর নের্তৃত্বে ১০/১২ জন লোক একত্রিত হয়ে আমাদের পৈত্রিক জায়গায় বালি ফেলে ঘর উঠানোর পায়তারা চালাচ্ছে।

    এ ব্যাপারে এলিজা বেগম বলেন, আমার নানার জমির খতিয়ান নং- ৩২২, মৌজাঃ বাদুরা, জে.এল নং- ১১৬। রেকর্ড আমার নানার নামে হয়। আমরা কিছু বলতে গেলে আমাদেরকে প্রভাবশালীরা মারধরের ভয় দেখায়।

    এ বিষয়ে  চন্দনা বিবি বলেন, আমার দাদা শ^শুরের নামে একাধিক জমি আছে। আমাদের সংসারের পুরুষ মানুষ না থাকায় আমাদেরকে প্রতিপক্ষরা মেরে ফেলার হুমকি দিচ্ছে প্রতিনিয়ত।

    এলাকার আলমগীর ঘরামী জানান, আপ্তের হাওলাদারের, মেয়ে ও নাতি নাতনীরা এই জমির মালিক হয়ে দীর্ঘ দিন ধরে ভোগ দখল করে আসছে। এলাকার প্রভাবশালীরা দীর্ঘ দিন ধরে তার জমিটি দখলের পায়তারা করে আসছে।

    এর জের ধরে প্রভাবশালী লোকজন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মোসাঃ নুর জাহান বেগমের জমি জোর পূর্বক জবর দখল করতে যায় বলে এলাকাবাসী জানান। তারা বাঁধা প্রদান করলে প্রভাবশালী সন্ত্রাসীরা তাদেরকে হত্যা করবে বলে হুমকি ধামকি প্রদান করেন। হুমকির পর থেকেই পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা যায়।

    অভিযুক্ত’র সঙ্গে যোগাযোগ করা তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ