• Uncategorized

    পটুয়াখালীর গলাচিপায় পিস উইন্ডস বেসরকারী সংস্থা (এনজিও)র সেমিনার অনুষ্ঠিত। 

      প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২০ , ১২:১৩:২৬ প্রিন্ট সংস্করণ

     

     

     

    মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা  প্রতিনিধিঃ

    পটুয়াখালীর গলাচিপায় পিস উইন্ডস জাপান (পিডব্লিউজে) এর উদ্যোগে উপজেলা অডিটরিয়ম হল রুমে বৃহস্পতিবার বেলা ১১ টায় এক সেমিনারের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মস্তফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আরএসএম সাইফুল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব হাসান শিবলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসাইন, ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাদল খান, আটখালী মাধ্যমিক বিদ্যালয় সভাপতি দিলীপ নারায়ন ভূঁইয়া, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিল্টন, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার সাদিয়া সামাদ মৌ, ডা. মো. নাজমুল হোসেন, গলাচিপা প্রকল্প অফিসার মো. হাসানুজ্জামান রতন, সুমাইয়া আক্তার, রিয়াদ আহম্মেদ, সেলিম হোসেন, মনোয়ার হোসেন সাইদুল প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, পিস উইন্ডস জাপান (পিডব্লিউজে) বেসরকারী সংস্থা (এনজিও) যা দুর্দশাগ্রস্থ মানুষের সহায়তায় নিবেদিত এবং দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ হত দরিদ্রদের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ সহায়তা দিচ্ছে। তাদের এ ভূমিকা প্রশংসনীয় বলে জানায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ