• Uncategorized

    পটুয়াখালীর কুয়াকাটায় হোটেল কিংসে জুয়াড়ীদের ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ; আটক ৫।

      প্রতিনিধি ১৮ আগস্ট ২০২০ , ৩:৩৬:৩৯ প্রিন্ট সংস্করণ

     

     

    মু,হেলাল আহমৃমেদ(রিপন)

    পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পর্যটন নগরী কুয়াকাটার একটি আবাসিক হোটেলে জুয়া খেলা অবস্থায় জুয়াড়ীদের আটক করতে গিয়ে ওই জুয়াড়ীদের হামলায় মহিপুর থানা পুলিশের উপ-পরিদর্শক সহ পাঁচ জন পুলিশ সদস্য আহতের ঘটনা ঘটেছে꫰

    ঘটনাটি ঘটেছে সোমবার (১৭ আগষ্ট-২০২০ ইং) রাত ১২টার দিকে কুয়াকাটার আবাসিক হোটেল কিংস এ꫰

    আহত পুলিশ উপ-পরিদর্শক মো. মনির হোসেন (৩০) মো. আসাদুজ্জামান জুয়েল (২৮), পুলিশ কনেষ্টেবল মো. ইব্রাহিম (৩০) মৃদুল কান্তি বেপারী (২৩) ও মো. রফিকুল ইসলাম (২২) কে ওইদিন রাত আড়াইটার দিকে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়꫰

    এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে পাঁচ জুয়াড়ীকে হাতে নাতে আটক করেছে থানা পুলিশ। এরা হলেন, কুয়াকাটা পৌর ছাত্রলীগের সভাপতি মো. মজিবর (২৯), হোটেল বনানী প্যালেসের ম্যানেজার শাহীন খান (৩০),  মহিপুর সদর ইউনিয়নের গোলাম মাওলা (৩০) রবিউল (২৯) ও কলিম মাহমুদ (৩২) । এসময় জুয়ার আসর থেকে নগদ পাঁচ হাজার ৪০ টাকা উদ্ধার করা হয় । আটক জুয়াড়ীদের বাড়ী কুয়াকাটা পৌরসভা ও মহিপুর সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

    এবিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান প্রতিবেদককে জানান, কুয়াকাটার আবাসিক হোটেল ’কিংস’ এ দীর্ঘদিন ধরে এক শ্রেনীর জুয়াড়ীরা টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল । তাই সোমবার পুনরায় তারা জুয়ার আসর বসায় । এবং এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করতে গেলে জুয়াড়ীরা পুলিশের উপর হামলা চালায়। এতে মহিপুর থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান জুয়েল বাদী হয়ে দ:বি: ৩৫৩/৩৩২/১৮৬/১০৯ ধারায় একটি মামলা দায়ের করেছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ