• Uncategorized

    পটুয়াখালীর কলাপাড়ার লালুয়ায় ৪৩০টি পরিবার বিদ্যুৎতের আওতায়। 

      প্রতিনিধি ৫ আগস্ট ২০২০ , ২:০৭:২৬ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    সারাদেশে মরণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায়  তৎপর বাংলাদেশ থেমে নেই উন্নয়নের গতি বিদ্যুতের আওতায় আসলো পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের কলাউপাড়া, মেরাউপাড়া, মহল্লাপাড়া, হাসনাপাড়া, মঞ্জুপাড়া, নয়াপাড়া ও চিংগুড়িয়াপাড়া গ্রাম। ২০১৯-২০২০ অর্থবছরে ৩ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে ১৬.২৫ কিঃমিঃ বৈদ্যুতিক লাইনেে উদ্বোধন করা হয়। যার মাধ্যমে ৪৩০টি পরিবার নতুন করে বিদ্যুতের আওতায় এসেছে।

    এসব এলাকায় বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন ১১৪, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য, আলহাজ্ব মোঃ মহিব্বুর রহমান (মহিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি পত্নী ও কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক, অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি মোঃ ইউসুফ আলী, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কলাপাড়ার জোনাল অফিসের ডিজিএম, ইঞ্জিনিয়ার মোঃ শহিদুল ইসলাম।

    এসময় আরো উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা কৃষকলীগের সভাপতি আখতাউর রহমান হারুন, লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তারেক খান ও সাধারণ সম্পাদক ফোরকান প্যাদা,নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ নিজামী, এমপির পিএ তরিকুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

    এমপি মহিব্বুর রহমান মহিব বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই অবশিষ্ট আমার সংসদীয় এলাকাসহ সারা দেশ বিদ্যুতের আওতায় চলে আসবে।

    বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ এর আওতাভুক্ত হয়ে এলাকার জনগণ অত্যন্ত আনন্দিত। এসময় তারা এমপি মহোদয়কে শুভেচ্ছা জানায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ