• Uncategorized

    পটুয়াখালীতে শিশুদের বিনোদনের জন্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় ৬ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন শেখ রাসেল শিশু পার্ক।

      প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২০ , ৩:৫৬:৪৭ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালীতে শিশুদের বিনোদনের জন্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় ৬ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন শেখ রাসেল শিশু পার্ক পরিদর্শন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক ভিপি খলিলুর রহমান মোহন মিয়া।

    আসছে বিজয় মাস ডিসেম্বরের  ১৬ ডিসেম্বরের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিশুদের বিনোদনের জন্য  শেখ রাসেল শিশু পার্কটি উদ্বোধনের সম্ভাবনা রয়েছে বলে জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান আশাবাদ ব্যক্ত করেন।

    এর আগে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমন প্রতিরোধে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়া   কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহষ্পতিবার বেলা ১১ টায় শেখ রাসেল শিশু পার্ক সংলগ্ন সড়কে করোনা প্রতিরোধে  গানের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেলিনা মোস্তানের নেতৃত্বে ভ্রাম্যমান বাউল আসরের উদ্বোধন করেন।

    এ সময় তার সাথে ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ শাহজাহান, জেলা পরিষদের সদস্য আসমা আক্তার, নিম্নমান সহকারী মোঃ মনিরুজ্জামান মনির, জেলা পরিষদের চেয়ারম্যানের সুযোগ্য সন্তান তাহির হোসেন বিজয় প্রমুখ। পরে জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়া মাস্ক ও লিফলেট বিতরন করেন এসময়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ