• Uncategorized

    পটুয়াখালীতে র‍্যাব-৮ কর্তৃক অবৈধ কচ্ছপ ব্যবসায়ী গ্রেফতার।  

      প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২০ , ১২:৩৬:৩২ প্রিন্ট সংস্করণ

     

    মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে ২১ সেপ্টেম্বর ২০ইং তারিখ দুপুর আনুমানিক ০১:৩০ ঘটিকার সময় পটুয়াকালী জেলার দুমকী থানাধীন লেবুখালী ফেরীঘাটের পল্টনের নবীন বরণ পরিবহন হতে একজন কচ্ছপ ব্যবসায়ী কৃষ্ণ সরকার (৪০), পিতা-মৃত বিষ্ণনাথ সরকার, সাং-মোহনকাঠি, রতনপুর ইউনিয়ন, থানা-আগৈলঝাড়া, জেলা-বরিশালকে আটক করা হয়।

    যানাযায়,আসামীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে কচ্ছপ ব্যবসায়ের সাথে জড়িত বলে তিনি নিজেই স্বীকার করে।

    এসময় উদ্ধারকৃত ০৭ (সাত) টি কচ্ছপের ওজন ১২ কেজি ৫০০ গ্রাম। যাহার মূল্য প্রতি কেজি ৫০০/- টাকা হারে ৬,২৫০/- টাকা। ধৃত আসামী এবং উদ্ধারকৃত কচ্ছপসহ পটুয়াখালীর দুমকী থানায় হস্তান্তর করা হয় বলে জানাযায় ।

    এ ব্যাপারে র‍্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার দুমকী থানায় একটি মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাযায়।

    এব্যপারে পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান জানায়,প্রতিদিনের ন্যায় আমাদের এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ