• Uncategorized

    পটুয়াখালীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমানে কারেন্ট জাল জব্দ,ভ্রামমান আদালতে জরিমানা

      প্রতিনিধি ১৪ জুলাই ২০২০ , ৫:০৮:২৩ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    র‌্যাব-৮ সপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভযিানকি দল ভারপ্রাপ্ত কোম্পানী অধনিায়ক, সহকারী পরচিালক জনাব মোঃ রবউিল ইসলাম এর নতেৃত্ব অদ্য ১৪/০৭/২০২০ ইং তারখি দুপুর আনুমানকি ০১.৩০ ঘটকিার সময় গোপন সংবাদরে ভত্তিতি অভযিান পরচিালন কর েবরগুনা সদর।অভযিান চলাকাল আনুমানকি ১০ হাজার মটিার সরকার কর্তৃক নষিদ্ধি কারন্টে জাল উদ্ধার করা হয়। যাহার আনুমানকি মূল্য ১,২১,৫০০/- টাকা।

    এ সময় ভ্রাম্যমাণ আদালতরে নর্বিাহী ম্যাজস্ট্রিটে জনাব মোঃ মহেদেী হাসান, সহকারী কমশিনার, জলো প্রশাসকরে কার্যালয়, বরগুনা, দোকানরে মালকি মোঃ আঃ রহমান (৩০), পতিা-মৃত নুর মোহাম্মদ, সাং-হাইস্কুল সড়ক, ৫নং ওয়ার্ড, থানা-সদর, জলো-বরগুনাক মৎস রক্ষা ও সংরক্ষন আইন, ১৯৫০ এর ৫ এর ২ এর (খ) ধারা মোতাবকে ৫০০০/- টাকা জরমিানা করনে।

    এ সময় অন্যান্য দােকানীদরেক ডেকে সতর্ক কর দেওয়া হয় যেন ভবিষ্যতে কেউ অবধৈ ও নিষিদ্ধি কারেন্ট জাল ক্রয়/বিক্রয় হতে বিরত থাকে। এই ধরনরে অভযিান অব্যাহত থাকবে বলে র‍্যাবের পক্ষ থকে এমনটাই জানানো হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ