• Uncategorized

    পটুয়াখালীতে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে  আহত ২ জন।  

      প্রতিনিধি ৩০ জুলাই ২০২০ , ৫:১২:২৫ প্রিন্ট সংস্করণ

    মোঃহেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা-প্রতিনিধিঃ

    পটুয়াখালী সদর উপজেলা মরিচবুনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আব্দুস সোবাহান সিকদার(৭০) প্রতিপক্ষের হামলায় রক্তক্ষয়ি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে এমনটাই অভিযোগ উঠেছে।।

     

     

    ঘটনারসুএে যানাযায়,অভিযুক্তরা ও বাদী পক্ষ পরস্পর আত্নীয় স্বজন,   বলেন,আমার প্রাপ্ত জমি জোর পুর্বক ভোগ দখলে রেখে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আমাকে এলাকা থেকে বিতাড়িত করে রেখেছে আনোয়ার হাওলাদার।বর্তমানে বসতবাড়ি ছেড়ে পৌর-শহরের ৮ নং ওয়ার্ড কলাতলা একটি ভাড়া বাসায় অসহায় ও মানবেতর জীবনযাপন কাটাতে হচ্ছে আমার।মিথ্যে মামলার কারনে সকল ব্যবসা বানিজ্য হারিয়েছি।এমনকি বিনে অপরাধে ১১ দিন কারাভোগে থাকা অবস্থায় গৃহ পালিত গরু মহিষ তাও চুরি করে নিয়ে গেছে বিবাধীরা।বর্তমানে আরো ২ টি মিথ্যা মামলা চলমান।এমত অবস্থায় আমার বসত বাড়িতে রাতের আধারে জানালা ভেঙে ঘরে ঢুকে সকল মালামাল চুরি করে নিয়ে যায় চোরে।আমাদের পরিবারের কোন সদস্য বাড়িতে না থাকায় ঘরের ভিতরে রেখে যাওয়া টাকা পয়সা ও স্বর্নালংকার, ২ টা সোলার ব্যাটারি,ড্রাম ভর্তি ৫ মন চাল,৩০ কেজি ডাল ও বিভিন্ন আসবাবপত্র সকল কিছু চুরি হয়ে যাওয়ায় আমি নিঃস্ব ও অসহায় হয়ে গেছি বলে জানান মজিবুর।তিনি আরো বলেন, গত ১২ ই অক্টোবর সকাল বেলায় ঘটনার খবর শুনে আমি বাড়িতে গিয়ে দেখতে পাই আমার ঘরের দক্ষিন পাশের দুটি জানালা ভাঙা এবং ঘরের ভিতরে থাকা মালমাল কিছুই নেই।আমি বিষয়টি স্থানীয় লোকজনদের জানালে তারা কেহই কোন ব্যবস্থা গ্রহন কিংবা চোরের কোন সন্ধান বলতে পারেনি। মজিবুর রহমান হাওলাদার পত্রিকার প্রতিনিধিকে এমন অভিযোগ করলে।

     

     

    অভিযোগ ও ঘটনার সত্যতা যাচাইয়ে ঘটনাস্থলে গিয়ে জানাগেছে , মজিবুর রহমান হাওলাদার ও আনোয়ার হাওলাদারের সাথে জমি সংক্রান্ত ঝামেলায় একাধিক মামলা চলছে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে প্রতিবেদকে বলেন,দুই জনের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি জমার বিরোধের কারনে মামলা চলছে এটা সত্যি। শুনেছি এনিয়ে মজিবুর জেলে খেটেছে ১১ দিন।এখন সে বাড়ি ছেড়ে শহরে ভারা বাসায় থাকে।বাড়ি খালি থাকায় চুরি হতেই পারে দেখার মত কেহ বাড়িতে না থাকলে যা হয়।বর্তমানে তার উপরে এমন নির্মম অত্যচারের বিচার পেতে আইনের সহযোগিতা কামনা করে মজিবুর রহমান বলেন,অত্যাচারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি।এমনকি সে নিজেকে একজন আওয়ামীলীগের পরিবারের সদস্য হিসেবে প্রধানমন্ত্রীর বরাবর মিডিয়ার মাধ্যমে এই অত্যাচারী বিচারের দাবী জানায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ