• Uncategorized

    পটুয়াখালীতে ডিকেআইবি উদ্যোগে  বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শেক দিবস উপলক্ষে আলেচনা সভা ও দেয়া অনুষ্ঠিত।

      প্রতিনিধি ২৯ আগস্ট ২০২০ , ১:১০:৩৩ প্রিন্ট সংস্করণ

     

    মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা  প্রতিনিধিঃ

    পটুয়াখালীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) পটুয়াখালী জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা  ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

    অদ্য ২৯ আগস্ট রোজশনিবার সকাল আনুমানিক ১১ ঘটিকায়  ডিকেআইবি জেলা কার্যলয়ে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউষন বাংলাদেশ জেলা কমিটির সভাপতি গাজী হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর পটুয়াখালীর উপ পরিচালক কৃষিবিদ হৃদয়েশ্বর  দত্ত।

    এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  কৃষিবিদ  সদর উপজেলা কৃষি কর্মকর্তা মার্জিন অারা মুক্তা,  ডিকেআইবি বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি  নাসির উদ্দিন বিশ্বাস মুকুল, কৃষি প্রকৌশলী মোঃ রবিউল অাওয়াল, কৃষিবিদ কৃষি সম্প্রসারন অফিসার ধীমান মজুমদার,।

    আরও বক্তব্য রাখেন ডিপ্লোমা কৃষিবিদ  ডিকেআইবি জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ মজিবুর রহমান, ডিপ্লোমা কৃষিবিদ বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ জেলা কমিটির সাধারন সম্পাদক সুভাষ চন্দ্র হাওলাদার, ডিপ্লোমা কৃষিবিদ মোঃ জাকির হোসাইন, ডিপ্লোমা কৃষিবিদ আব্দুস সালাম, ডিপ্লোমা কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান, ডিপ্লোমা কৃষিবিদ এটিএম এনায়েতুর রহমান, ডিপ্লোমা কৃষিবিদ মোঃ দুলাল সিকদার, ডিপ্লোমা কৃষিবিদ বিচরন চন্দ্র ঘরামী, ডিপ্লোমা কৃষিবিদ মোঃ আনসার উদ্দিন  প্রমুখ।

    অনুষ্ঠানে  ১৫ আগস্ট শাহাদতবরনকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ওইদিন নিহত সকল শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন ডিপ্লোমা কৃষিবিদ মোঃ জাহিদুল ইসলাম।

    সভায় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য সকলকে আরো আন্তরিক হয়ে কাজ করার আহবান জানান।

    উক্ত অনুষ্ঠানে  জেলা ও উপজেলার    সভাপতি ও সাধারন সম্পাদকদসহ  বিপুল সংখ্যক কৃষিবিদগন উপস্থিত ছিলেন।।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ